আইপিএলে প্রীতি জিন্টার দলের পারফরম্যান্স রীতিমতো হতাশাজনক। আইপিএলের ইতিহাস ঘাটলে দেখা যাবে পঞ্জাব কিংস শুরু থেকে আইপিএল খেলছে। ১৪ বার এই টুর্নামেন্টে অংশ নিয়ে মাত্র দু’বার প্লে-অফে উঠেছে পঞ্জাব কিংস। এক বার তারা তিনে শেষ করেছে। দ্বিতীয় বার তারা রানার্স হয়েছে। ২০১৪ সালে পঞ্জাব কিংস রানার্স হয়েছিল। তার পর থেকে তারা কখনও প্লে-অফে উঠতে পারেনি। আর টানা ৭ বছর প্লে-অফে উঠতে না পেরেই লজ্জার নজির তারা গড়ে ফেলেছে। তারাই একমাত্র দল যারা, টানা ৭ বছর প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে।
পঞ্জাব কিংস ছাড়া এর আগে দিল্লি ক্যাপিটালস টানা ৬ বছর ২০১৩-‘১৮ প্লে-অফে উঠতে পারেনি। এত দিন এই লজ্জার নজির ছিল দিল্লির। এ বার সেটাই ছাপিয়ে গেল পঞ্জাব কিংস। বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসকে হারায় পঞ্জাব কিংস। তাদের পয়েন্ট ১৪ ম্যাচে ১২। কিন্তু চেন্নাই-পঞ্জাবের ম্যাচের পরেই কলকাতা নাইট রাইডার্স আবার রাজস্থান রয়্যালসকে হারিয়ে দেয়। স্বাভাবিক ভাবেই ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের দিকে এক পা বাড়িয়ে রেখেছে কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পরে প্লে-অফের আসল ছবিটা পরিষ্কার হয়ে যাবে।ট্রেন্ডিং স্টোরিজ
তবে শাহরুখ খানের দলের রানরেট মুম্বইয়ের চেয়ে অনেকটা বেশি। স্বভাবতই বড় কোনও অঘটন না ঘটলে আইপিএলের চতুর্থ দল হিসেবে প্লে-অফে পৌঁছে যাবে কলকাতা। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর আগে প্লে-অফে পৌঁছে গিয়েছে।