টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে স্বর্ণপদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন নীরজ চোপড়া। সেই টোকিওতেই প্যারালিম্পিক্সে জ্যাভলিনে রুপো জিতে আবারও একবার দেশের মান বাড়ালেন প্যারা অ্যাথলিট দেবেন্দ্র ঝাঝারিয়া। তাঁর জয়ের পরে কিংবদন্তী জ্যাভলিন থ্রোয়ারকে কুর্নিশ জানালেন নীরজ।
নিজের তৈরি বিশ্বরেকর্ড ভেঙে পুরুষদের স্ট্যান্ডিং জ্যাভলিন (এফ৪৬) বিভাগে সোমবারই (৩০ অগস্ট) রুপো জিতেছেন দেবেন্দ্র। ২০০৪ সালে এথেন্সে প্রথম সোনা জেতার ১৭ বছর আগে প্রথম সোনা জেতার পর রিওতেও পাঁচ বছর আগে সোনা জেতেন দেবেন্দ্র। টোকিওয় সোনা হাতছাড়া হলে রুপো জিতে আবারও ৪০ বছর বয়সী অ্যাথলিট আবারও নিজেকে সর্বকালের সেরাদের মধ্যে একজন প্রমাণিত করেছেন।ট্রেন্ডিং স্টোরিজ
দেবেন্দ্রর এই কৃতিত্বে বিস্মিত ও আপ্লুত গোটা দেশ। সেই তালিকায় সামিল খোদ নীরজও। তবে দেবেন্দ্র একা নন, একই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন সুন্দর সিং গুরাজারও। দুই অ্যাথলিটকেই পদক জয়ের জন্য় শুভেচ্ছা জানিয়েছেন নীরজ। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নীরজ লেখেন, ‘দেবেন্দ্র ভাই, আপনি আমদের সকলের জন্যই এক বিশাল অনুপ্রেরণা। আপনার তৃতীয় প্যারালিম্পিক্স পদক জয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা। সুন্দর ভাইকেও ব্রোঞ্জ জয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা।
টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্র স্বর্ণপদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন নীরজ চোপড়া। সেই টোকিওতেই প্যারালিম্পিক্সে জ্যাভলিনে রুপো জিতে আবারও একবার দেশের মান বাড়ালেন প্যারা অ্যাথলিট দেবেন্দ্র ঝাঝারিয়া। তাঁর জয়ের পরে কিংবদন্তী জ্যাভলিন থ্রোয়ারকে কুর্নিশ জানালেন নীরজ।
নিজের তৈরি বিশ্বরেকর্ড ভেঙে পুরুষদের স্ট্যান্ডিং জ্যাভলিন (এফ৪৬) বিভাগে সোমবারই (৩০ অগস্ট) রুপো জিতেছেন দেবেন্দ্র। ২০০৪ সালে এথেন্সে প্রথম সোনা জেতার ১৭ বছর আগে প্রথম সোনা জেতার পর রিওতেও পাঁচ বছর আগে সোনা জেতেন দেবেন্দ্র। টোকিওয় সোনা হাতছাড়া হলে রুপো জিতে আবারও ৪০ বছর বয়সী অ্যাথলিট আবারও নিজেকে সর্বকালের সেরাদের মধ্যে একজন প্রমাণিত করেছেন।
দেবেন্দ্রর এই কৃতিত্বে বিস্মিত ও আপ্লুত গোটা দেশ। সেই তালিকায় সামিল খোদ নীরজও। তবে দেবেন্দ্র একা নন, একই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন সুন্দর সিং গুরাজারও। দুই অ্যাথলিটকেই পদক জয়ের জন্য় শুভেচ্ছা জানিয়েছেন নীরজ। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নীরজ লেখেন, ‘দেবেন্দ্র ভাই, আপনি আমদের সকলের জন্যই এক বিশাল অনুপ্রেরণা। আপনার তৃতীয় প্যারালিম্পিক্স পদক জয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা। সুন্দর ভাইকেও ব্রোঞ্জ জয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা।’|#+|
দেবেন্দ্র, নীরজদের পদক জয়ে ভারতের খেলাধুলোয় যাতে নতুন সূর্যের উদয় হয়, সেই আশাতেই থাকবে সকলে। তবে শুধু দেবেন্দ্র, সুন্দরই নন, সোমবার টোকিওয় শুটিংয়ে স্বর্ণপদক জেতেন আভনি লেখারা, ডিসকাস থ্রোয়ে রুপো জেতেন যোগেশ কাথুনিয়াও। সব মিলিয়ে দিনটা ভারতীয় ক্রীড়াজগতের জন্য খুবই আনন্দ ও গৌরবের।