পাকিস্তানের ক্যাপ্টেনের বেবি সেলিব্রেশন! ছোট্ট ফাতেমাকে নিজের অর্ধশতরান উৎসর্গ করলেন বিসমাহ মারুফ।
সন্তান জন্ম দেওয়ার পরের কয়েকটা মাস একজন মহিলার কাছে খুব কঠিন সময় হয়। কিন্তু পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ কঠোর পরিশ্রম করে সেই কঠিন কাজটিকে সহজ করে দেখিয়েছেন। বিসমাহ মারুফ ছয় মাস আগে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তিনি এখন ২০২২ সালের মহিলা বিশ্বকাপে পাকিস্তান দলের হয়ে খেলছেন। এমনকি তিনি পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের নেতৃত্ব সামলাচ্ছেন। তবে এমন অবস্থাতেও তিনি তার ৬ মাসের কন্যা ফাতেমাকে নিজের কাছে আগলে রেখেছেন। ফাতেমাকে সঙ্গে নিয়েই তিনি বিশ্বকাপে খেলতে এসেছেন।
সন্তান জন্ম দেওয়ার পরের কয়েকটা মাস একজন মহিলার কাছে খুব কঠিন সময় হয়। কিন্তু পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ কঠোর পরিশ্রম করে সেই কঠিন কাজটিকে সহজ করে দেখিয়েছেন। বিসমাহ মারুফ ছয় মাস আগে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তিনি এখন ২০২২ সালের মহিলা বিশ্বকাপে পাকিস্তান দলের হয়ে খেলছেন। এমনকি তিনি পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের নেতৃত্ব সামলাচ্ছেন। তবে এমন অবস্থাতেও তিনি তার ৬ মাসের কন্যা ফাতেমাকে নিজের কাছে আগলে রেখেছেন। ফাতেমাকে সঙ্গে নিয়েই তিনি বিশ্বকাপে খেলতে এসেছেন।
ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার আগে সন্তানকে কোলে নিয়ে স্টেডিয়ামে আসার সময় বিসমাহ মারুফের মেয়ে ফাতিমার কথা উঠে আসে। শুধু তাই নয়, ম্যাচের পর ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রাও বিসম মারুফকে উৎসাহ দেন এবং স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কউরসহ অনেক খেলোয়াড় বিসম মারুফের মেয়ের সঙ্গে সময় কাটান এবং তার কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যা বেশ প্রশংসিত হয়।
পাকিস্তান দলের ক্যাপ্টেন বিসমাহ মারুফ মহিলা বিশ্বকাপ ২০২২ এর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি হাফ সেঞ্চুরি করেন। অর্ধশতরান করার পরে তিনি বেবি সেলিব্রেশন করেন। এটি করার পিছনে মারুফের একটি কারণ ছিল। এদিনের অর্ধশতরানটি তিনি তার কন্যা ফাতিমাকেই উৎসর্গ করেছেন। যদিও ফাতেমার এই বিষয়টি বুঝতে পারেননি। কারণ এ নিয়ে কোন জ্ঞান নেই ছোট্ট ফাতেমার। কিন্তু ভবিষ্যতে যখনই সে বড় হবে এবং এই মুহূর্তটি দেখবে, তখন সে তার মায়ের জন্য গর্ববোধ করবে। ১১ রানে দল প্রথম ধাক্কা পেলে ব্যাট করতে নামেন বিসমাহ মারুফ। এরপর ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ১২২ বলে ৮টি চারের সাহায্যে ৭৮ রান করেন তিনি।