ক্রিকেট হোক অন্য যে কোনও খেলা, সংখ্যাতত্ত্বকে অস্বীকার করার কোনও উপায় নেই। মাঝে মাঝে সংখ্যা এমন অদ্ভুত খেলা দেখিয়ে যায়, যা রীতিমতো অবাক করে সকলকে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা ম্যাচেই যেমনটা দেখা গেল। মাঠে ব্যাট-বলের উত্তেজক লড়াই দেখা যায়। পরিসংখ্যানের ক্ষেত্রে চোখে পড়ে ৫-এর অভাবনীয় সমাবর্তন।
আসলে আবু ধাবির এই ম্যাচ ঘিরে ৫-এর ছড়াছড়ি। দেখে নেওয়া যাক তালিকা।
১. আইপিএল ২০২১-এর আমিরশাহি লেগে এটি ৫ নম্বর ম্যাচ।
২. মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে ১৫৫ রান তোলে।
৩. কুইন্টন ডি’কক ৫৫ রান করে আউট হন।
৪. সূর্যকুমার যাদবের সংগ্রহ ৫ রান।
৫. সৌরভ তিওয়ারি ৫ রান করে অপরাজিত থাকেন।
৬. মুম্বই ওভার প্রতি ৭.৭৫ রান সংগ্রহ করে।
৭. নীতিশ রানা ১ ওভার বল করে ৫ রান খরচ করেন।
৮. সুনীল নারিন ওভার প্রতি ৫ রান খরচ করেন।
৯. বরুণ চক্রবর্তীর ইকনমি রেট ৫.৫।
১০. নীতিশ রানা ব্যাট করতে নেমে ৫ রানে অপরাজিত থাকেন।ট্রেন্ডিং স্টোরিজ
ম্যাচের আরও একটি উল্লেখযোগ্য সংযোগ দেখা যায়। ম্যাচের প্রথম বলে নীতিশ রানাকে বাউন্ডারি মারেন রোহিত শর্মা। ম্যাচের শেষ বলে রোহিত শর্মাকে বাউন্ডারি মেরে হিসাব মিটিয়ে দেন নীতিশ রানা।