সিরিজের শুরু থেকেই কোহলি তথা টিম ম্যানেজমেন্টের চার পেসারে দল সাজানের সিদ্ধান্ত নিয়ে বিস্তর আলোচনা চলছে। শুধু আলোচনা না বলে বরং সেটাকে সমালোচনা বলাই শ্রেয়। বিশেষ করে লর্ডস টেস্টের শেষ দিনের আগে একের পর এক প্রাক্তন তারকা তথা বিশেষজ্ঞ রীতিমতো ‘অশ্বিনকে চাই’ কোরাসে গলা মিলিয়েছিলেন। শেষমেশ সমালোচকদের মুখ বন্ধ করে কোহলি বুঝিয়ে দিলেন, টিম কম্বিনেশন নিয়ে তাঁর সিদ্ধান্তই সঠিক।
লর্ডস টেস্টেই প্রমাণ হয়ে গেল, ভারত চার পেসারে দল সাজিয়ে মোটেও ভুল করেনি। বরং এমন পরিস্থিতিতে সেটাই সঠিক সিদ্ধান্ত। এটাও বোঝা গেল যে, টিম ম্যানেজমেন্ট এক স্পিনার হিসেবে অশ্বিনের থেকেও জাদেজাকে কেন প্রাধান্য দিয়েছে। এই সিদ্ধান্ত যে মোটেও ভুল ছিল না, জাদেজা তা প্রমাণ করেছেন ব্যাট হাতে।
প্রথমত, টেস্ট জয়ের জন্য দরকার বিপক্ষের ২০টি উইকেট। নটিংহ্যামে প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের ২০টি উইকেট তুলে নেন ভারতীয় পেসাররাই। জাদেজা উইকেট পাননি। দুই ইনিংস মিলিয়ে বুমরাহ নেন ৯টি (৪+৫) উইকেট, সিরাজ নেন ৩টি (১+২) উইকেট, শামি দখল করেন ৪টি (৩+১) উইকেট এবং শার্দুল পকেটে পোরেন ৪টি (২+২) উইকেট।
এবার লর্ডস টেস্টেও দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের ১৯টি উইকেট তুলে নেন ভারতের চার পেসার। মার্ক উড প্রথম ইনিংসে রান-আউট হন। উইকেট পাননি একমাত্র স্পিনার জাদেজা। ইশান্ত ৫টি (৩+২), বুমরাহ ৩টি (০+৩), শামি ৩টি (২+১) ও সিরাজ ৮টি (৪+৪) উইকেট দখল করেন।
সুতরাং, ভারতের চার পেসারে দল সাজানোর সিদ্ধান্ত পুরোপুরি সফল। তাছাড়া জাদেজার ব্যাটের হাত অশ্বিনের থেকে অনেক ভালো হওয়ায় তাঁকে একমাত্র স্পিনার তথা অল-রাউন্ডার হিসেবে দলে রেখেছিল টিম ম্যানেজমেন্টে। জাদেজা নটিংহ্যামে ৫৬ এবং লর্ডসে ৪০ ও ৩ রান করেন। সুতরাং অশ্বিনের বদলে জাদেজাকে মাঠে নামানোর যে কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলিরা, সেটাও সঠিক প্রমাণিত হয়।