চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল নাইজেরিয়ান ফুটবলারের। সময় মতো রেলের তরফে তাঁকে উদ্ধার করলে প্রাণে বেঁচে যেতেন বলে দাবি।
নাইজেরিয়ান ওই ফুটবলারের নাম এন গেসান। তাঁর বয়স ২৪ বছর। ব্যারাকপুরের দিক থেকে শিয়ালদহ যাওয়ার সময় টিটাগড়ের গাঁধী প্রেম নিবাসের কাছে আচমকাই ট্রেন থেকে পড়ে যান তিনি। ২ ও ৩ নম্বর লাইনের মাঝে পড়ার পর নিজের চেষ্টায় গাঁধী প্রেম নিবাস আশ্রমের কাছে আসেন তিনি। সেখানে তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা নাইজেরিয়ান ফুটবলারকে নিয়ে যান ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে। ভর্তি হওয়ার ঘণ্টা দুয়েক পরেই মৃত্যু হয় তাঁর। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর রেল পুলিশ।
সূত্রের খবর, বারাসত থেকে খড়দহে খেলতে যাচ্ছিলেন গেসান। প্রবল ভিড়ের কারণেই কি তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন? তা এখনও স্পষ্ট নয়। রেল যাত্রীদের একটি অংশের অভিযোগ, চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার পরেই যদি যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হত, তা হলে হয়তো অকালে চলে যেতে হত না গেসানকে। এ ব্যাপারের রেলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।