চলতি বিশ্বকাপে প্রথম ছয় ম্যাচের ছ’টিতে জিতেছে ভারত। তরতর করে এগিয়ে চলেছে রোহিত শর্মাদের বিজয়রথ। বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের সামনে শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতলেই বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম দল হিসাবে পৌঁছে যাবে ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে কি ভারতের প্রথম একাদশে বদল হবে? নাকি একই দল খেলাবেন রোহিতেরা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ—
রোহিত শর্মা: দলের মতো ভারতের অধিনায়কও ফর্মে রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান হাতছাড়া হয়েছে। ঘরের মাঠে বড় রান করার চেষ্টা করবেন রোহিত।
শুভমন গিল: চলতি বিশ্বকাপে এখনও বড় রান করতে পারেননি। তাঁর ব্যাটে রান দেখতে চাইছে দল। ওয়াংখেড়ের উইকেটে নিজের পুরনো ফর্মে খেলতে পারেন শুভমন।
বিরাট কোহলি: ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছেন। সেই ব্যর্থতা ভুল সচিন তেন্ডুলকরের ঘরের মাঠে তাঁকে ছুঁয়ে ফেলতে চাইবেন বিরাট। আর একটি শতরান করলেই এক দিনের ক্রিকেটে সচিনের সমসংখ্যক শতরান (৪৯) হয়ে যাবে তাঁর।
শ্রেয়স আয়ার: ভারতীয় ব্যাটারদের মধ্যে একমাত্র শ্রেয়সই ভাল খেলতে পারছেন না। মুম্বইয়ে নামার আগে দীর্ঘ ক্ষণ নেটে শর্ট বলের বিরুদ্ধে অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে। ঈশান কিশনকে খেলানোর একটি সম্ভাবনা থাকলেও এখন দলে বদল করতে চাইবেন না রোহিতেরা। ভারতের মিডল অর্ডারে আরও এক বার দেখা যাবে শ্রেয়সকে।
লোকেশ রাহুল: ধারাবাহিক ভাবে রান করছেন। উইকেটের পিছনেও ভাল দেখাচ্ছে। তিনিই ভারতের মিডল অর্ডারের সব থেকে বড় ভরসা।
সূর্যকুমার যাদব: ইংল্যান্ডের বিরুদ্ধে রান পেয়েছেন। ওয়াংখেড়ে সূর্যের ঘরের মাঠ। আইপিএলে অনেক অসাধারণ ইনিংস খেলেছেন। সূর্যের কাছে বিধ্বংসী ইনিংস আশা করছে ভারত।
রবীন্দ্র জাডেজা: বলের পাশাপাশি ব্যাট হাতেও বড় রান করতে চাইবেন জাডেজা। তার জন্য শ্রীলঙ্কাকে বেছে নিতে পারেন তিনি।
কুলদীপ যাদব: বিশ্বকাপে ছন্দে রয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধেও তাঁর বাঁ হাতি স্পিন কার্যকর হতে পারে।
মহম্মদ শামি: দু’ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। মুম্বইয়ের লাল মাটিতে তাঁর পেস সমস্যায় ফেলতে পারে শ্রীলঙ্কার ব্যাটারদের।
যশপ্রীত বুমরা: চলতি বিশ্বকাপের অন্যতম সেরা বোলার। আইপিএলে ওয়াংখেড়েই তাঁর ঘরের মাঠ। সেখানে আবার জ্বলে উঠতে পারেন বুমরা।
মহম্মদ সিরাজ: চলতি বিশ্বকাপে খুব ভাল ফর্মে নেই। তবে ওয়াংখেড়েতে পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকে। সেই সুবিধা কাজে লাগাতে পারেন সিরাজ।