চেন্নাই টেস্টে (Chennai Test) স্কোরবোর্ডে বড় রান তুলেছে ইংল্যান্ড (England)। জবাবে ব্যাট করতে নেমে ছ’উইকেট ইতিমধ্যে হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া (Team India)। রয়েছে ফলো-অনের ভ্রুকূটিও। তবে প্রশংসা কুড়িয়েছে পূজারা-পন্থের দুরন্ত ইনিংস। এদিনও অবশ্য শতরানের কাছাকাছি গিয়েও তা করতে পারেননি পন্থ। অর্থাৎ আবারও ‘নার্ভাস নাইন্টিস’-এর শিকার তিনি। আর সেকারণেই এবার মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরের সঙ্গে তুলনা শুরু হয়ে গেল বাঁ-হাতি এই ব্যাটসম্যানের। নিজের কেরিয়ারে প্রচুর শতরান করলেও ২৮ বার ‘নার্ভাস নাইন্টিস’-এর শিকার হয়েছেন শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। অর্থাৎ ৯০ থেকে ১০০ রানের মধ্যে আউট হয়েছেন। আর আন্তর্জাতিক ক্রিকেটে সদ্য প্রবেশ করা ঋষভ কিন্তু এখনই চারবার এই ‘কৃতিত্ব’ করে ফেলেছেন। এর আগে ২০১৮ সালে তিনি দু’বার ৯০ থেকে ১০০ রানের মধ্যে আউট হয়েছেন। আবার সম্প্রতি সিডনি টেস্টে (Sydney Test) আউট হয়েছিলেন ৯৭ রানে। এদিন চেন্নাই টেস্টেও দুরন্ত ব্যাটিং করলেও ফের একবার শতরান মাঠেই রেখে এলেন। আউট হলেন ৯১ রানে।
এরপর থেকেই নেটিজেনরা পন্থের সঙ্গে শচীনের ছায়া খুঁজে পান। কেউ মজা করেন, তো কেউ আবার মিম শেয়ার করেন। একজন লেখেন, “ঋষভই শচীনের ‘নার্ভাস নাইন্টিস’-এর রেকর্ড ভাঙতে পারেন।” আরেকজন লেখেন, “শচীনের অন্যান্য প্রতিভা কোহলি-রোহিতরা পেলেও ‘নার্ভাস নাইন্টিস’-এর প্রতিভাটি ঋষভ পেয়েছেন।” এদিকে, চেতেশ্বর পূজারার এদিনের আউট নিয়েও তুলনায় আনা হয়েছে মাস্টার ব্লাস্টারকে। এদিন পন্থের মতোই দুরন্ত ব্যাটিং করেন পূজারাও। কিন্তু ৭৩ রানে দুর্ভাগ্যবশত আউট হয়ে যান তিনি। তাঁর পুল ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো এক ফিল্ডারের গায়ে লেগে রোরি বার্নসের হাতে চলে যায়। এরপরই নেটিজেনরা সেই আউটটির সঙ্গে শচীনের একটি আউটের তুলনা করতে থাকেন। ২০০১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও একইরকম ভাবে আউট হয়েছিলেন শচীন। আর সেই নিয়েই অনেকে এদিন টুইট করেন।