নীরজদের দাপট, র‍্যাঙ্কিংয়ের নিরিখে অলিম্পিক্সে ‘সেরা পারফরম্যান্স’ ভারতের

**EDS: COMBO PHOTO** New Delhi: In this combo photo, Indian sportspersons who capped off country’s best-ever performance in the Olympics with a haul of seven medals, including its first gold in a track and field event. Anticlockwise from top, javelin thrower Neeraj Chopra, wrestlers Ravi Dahiya and Bajrang Punia, boxer Lovlina Borgohain, badminton player PV Sindhu, weightlifter Mirabai Chanu and the Indian men’s hockey team. (PTI Photo) (PTI08_08_2021_000055B)

1/7র‍্যাঙ্কিংয়ের নিরিখে অলিম্পিক্সের ইতিহাসে ভারতের সেরা পারফরম্যান্স এল টোকিও থেকে। টোকিয়োয় ভারত ৪৮ তম স্থানে শেষ করল। (ছবি সৌজন্য পিটিআই)

খাতায়কলমে ১৯৮০ সালে ভারত ২৪ তম স্থানে শেষ করেছিল ভারত। কিন্তু সেই সময় এত দেশ অংশগ্রহণ করত না। ফলে এবারের অলিম্পিক্স পারফরম্যান্সকেই সেরা হিসেবে বিবেচনা করছে দেশের ক্রীড়ামহল। (ছবি সৌজন্য পিটিআই)
2/7খাতায়কলমে ১৯৮০ সালে ভারত ২৪ তম স্থানে শেষ করেছিল ভারত। কিন্তু সেই সময় এত দেশ অংশগ্রহণ করত না। ফলে এবারের অলিম্পিক্স পারফরম্যান্সকেই সেরা হিসেবে বিবেচনা করছে দেশের ক্রীড়ামহল। (ছবি সৌজন্য পিটিআই)
সর্বাধিক পদকের নিরিখে ভারত অবশ্য ৩৩ তম স্থানে শেষ করেছে ভারত। (ছবি সৌজন্য পিটিআই)
3/7সর্বাধিক পদকের নিরিখে ভারত অবশ্য ৩৩ তম স্থানে শেষ করেছে ভারত। (ছবি সৌজন্য পিটিআই)
এবার অলিম্পিক্সে সাতটি পদক জিতেছে ভারত। একটি সোনা, দুটি রুপো এবং চারটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। (ছবি সৌজন্য পিটিআই)
4/7এবার অলিম্পিক্সে সাতটি পদক জিতেছে ভারত। একটি সোনা, দুটি রুপো এবং চারটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। (ছবি সৌজন্য পিটিআই)
রুপো জিতেছেন মীরাবাঈ চানু এবং রবিকুমার দাহিয়া। ব্রোঞ্জ জিতেছেন পিভি সিন্ধু, লভলিনা বড়গোহাঁই এবং বজরং পুনিয়া। ভারতীয় পুরুষ হকি দলও ব্রোঞ্জ জিতেছে। সোনা জিতেছেন নীরজ চোপড়া। (ছবি সৌজন্য পিটিআই)
5/7রুপো জিতেছেন মীরাবাঈ চানু এবং রবিকুমার দাহিয়া। ব্রোঞ্জ জিতেছেন পিভি সিন্ধু, লভলিনা বড়গোহাঁই এবং বজরং পুনিয়া। ভারতীয় পুরুষ হকি দলও ব্রোঞ্জ জিতেছে। সোনা জিতেছেন নীরজ চোপড়া। (ছবি সৌজন্য পিটিআই)
২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে ৫০ তম শেষ করেছিল ভারত। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)
6/7২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে ৫০ তম শেষ করেছিল ভারত। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)
২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে ৫৫ তম স্থানে শেষ করেছিল টিম ইন্ডিয়া। সেবার ছ'টি পদক জিতেছিল ভারত। যা এতদিন সর্বোচ্চ ছিল। সেই রেকর্ড টোকিয়োয় ভেঙে গিয়েছে।(ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)
7/7২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে ৫৫ তম স্থানে শেষ করেছিল টিম ইন্ডিয়া। সেবার ছ’টি পদক জিতেছিল ভারত। যা এতদিন সর্বোচ্চ ছিল। সেই রেকর্ড টোকিয়োয় ভেঙে গিয়েছে।(ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.