লিয়োনেল মেসির স্বপ্নপূরণ হয়েছে। আর্জেন্টিনা প্রায় ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। পুরো দুইনিয়া আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে উঠেছে। টুইটার, ফেসবুক, ইন্সটাগ্রাম প্রভৃতি উপছে পড়তে দেখা গেছে মেসি ভক্তদের শুভেচ্ছাবার্তায়। এই আবহেই সোশ্যাল মিডিয়ায় অসমের সাংসদের সাম্প্রতিক পোস্ট শোরগোল ফেলে নেট মাধ্যমে।
সম্প্রতি মেসিকে নিয়ে করা এক টুইটের জেরে ট্রোলের শিকার কংগ্রেস সাংসদ আব্দুল খালেক। আব্দুল খালেক নিজের টুইটার হ্যান্ডেল থেকে করা টুইটে দাবি করেন যে, লিওনেল মেসি অসমের। তাঁর এই দাবি প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর পোস্টকে কেন্দ্র করে শুরু হয় ট্রোলের বন্যা।
আব্দুল খালেক মূলত অসমের বরপেটা কেন্দ্রের সাংসদ। তিনি মেসিকে উদ্দেশ্যে করে অভিনন্দন জানিয়ে টুইটে লেখেন, “আমরা তোমার অসম-যোগের জন্য গর্বিত”। এই টুইটার ব্যবহারকারী ‘অসম-যোগ’ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি উত্তরে দাবি করেন যে, এসি অসমের বাসিন্দা।