একটি সমীক্ষা অনুসারে বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয় ও প্রশংসিত মানুষদের তালিকার ১২ নম্বরে রয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ইউগভ নামে একটি সংস্থার করা সমীক্ষার ভিত্তিতে এই স্বীকৃতি পেলেন সচিন। এই তালিকায় ক্রীড়াবিদদের মধ্যে তিনি রয়েছেন তৃতীয় স্থানে। সচিনের আগে রয়েছেন ফুটবল তারকা লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রয়েছেন তার পরে।
একটি ইন্টারনেট-ভিত্তিক গবেষণা ও সমীক্ষার মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে। ডেটা বিশ্লেষণ সংস্থা বিশ্বের ৩৮টি দেশ ও ৪২ হাজারের বেশি মানুষের উপর এই সমীক্ষা চালান হয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে ইউনিসেফের সঙ্গে যুক্ত ছিলেন সচিন। এই তালিকায় সচিন ছাড়াও রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ট্রেন্ডিং স্টোরিজ
বলিউড অভিনেতা শাহরুখ খান, অমিতাভ বচ্চন এবং ক্রিকেটার বিরাট কোহলি। তবে তাঁরা সকলেই রয়েছেন সচিনের পিছনে। ২০১৩ সালে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রদূত নিযুক্ত হন মাস্টার ব্লাস্টার। বছরের পর বছর ধরে তেন্ডুলকর ভারতের বিভিন্ন রাজ্যের গ্রাম ও শহরের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য, শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগের প্রচার করেছেন। সেই কারণেই এই সম্মান পেলেন মাস্টার ব্লাস্টার।