ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় রণক্ষেত্রে মারকানা স্টেডিয়াম। প্রতিবাদে মাঠ ছাড়লেন লিওনেসল মেসি। বুধবার রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ ছিল ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে। কিন্তু খেলা শুরুর আগেই সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকেরা। এর পরেই সতীর্থদের নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। ফলে ৩০ মিনিটের জন্য স্থগিত হয়ে যায় ম্যাচ।
দক্ষিণ আমেরিকান ফুটবলের দুই শক্তিশালী দেশের মধ্যে বহু প্রত্যাশিত ম্যাচটি সকাল ৬টা থেকে শুরু হওয়ার কথা ছিল। ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবলাররা নিজের নিজের দেশের জাতীয় সঙ্গীত গাইতে লাইনে দাঁড়িয়েছিলেন। সেই সময়ই স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দু’দেশের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একে অপরের দিকে বিভিন্ন জিনিসপত্র ছুড়ে মারতে শুরু করেন। যা দেখে হতবাক হয়ে যান দু’দেশের ফুটবলাররাই। রণে ভঙ্গ দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। স্থানীয় পুলিশ মাঠের এক প্রান্তে থাকা আর্জেন্টিনার সমর্থকদের লাঠিপেটা করতে শুরু করে। দু’দলেরই বহু সমর্থক আহত হন। সেই ছবিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
আর্জেন্টিনার সমর্থকদের পুলিশ লাঠিপেটা করার সময় মেসিকে সেই দিকে ইশারা করে ম্যাচ আয়েজকদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এর পরেই সতীর্থদের নিয়ে মাঠ ছাড়েন মেসি। মেসি তাঁর সতীর্থদের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় বলেন, ‘‘আমরা খেলব না। আমরা বেরিয়ে যাচ্ছি।’’
এর প্রায় আধ ঘণ্টা পরে আর্জেন্টিনার ফুটবলাররা আবার মাঠে নামেন। সকাল সাড়ে ৬টা নাগাদ ম্যাচ শুরু হয়। ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দেয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৬৩ মিনিটের মাথায় গোল করেন নিকোলাস ওটামেন্ডি। ৮১ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন ব্রাজিলের জোলিন্টন। ১০ জনে খেলতে হয় ব্রাজিলকে।