দেশে ফিরেও আইপিএলে চেন্নাই সুপার কিংসের শুরুটা হল খারাপ ভাবেই। প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের কাছে ৭ উইকেটে হেরে গেল তারা। শুধু তাই নয়, ধীর গতিতে বল করার জন্য ১২ লক্ষ টাকা জরিমানা হল মহেন্দ্র সিংহ ধোনির।
নির্দিষ্ট সময়ে খেলা শেষ করার জন্য এ বার শুরু থেকেই কড়া ভূমিকা নিয়েছেন আয়োজকরা। বোলিং করতে গিয়ে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়াতেই ব্যবস্থা নিয়েছেন আয়োজকরা। তবে এটা প্রথম অপরাধ হওয়ায় শুধুমাত্র জরিমানা করা হয়েছে। পরে ফের এই অপরাধ হলে নির্বাসনও হতে পারে।
আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রতি ঘণ্টায় অন্তত ১৪.১ ওভার বোলিং করতে হবে। এই সময় নির্ধারিত হয় স্ট্র্যাটেজিক টাইম-আউট বাদ দিয়েই। বোর্ড একটি ইনিংস শেষ করতে চায় ৯০ মিনিটে। তবে শনিবার সেই নিয়ম লঙ্ঘন করেছে সিএসকে। জরিমানা ছাড়াও দল কী ভাবে ঘুরে দাঁড়াতে পারে, সেটা নিয়েও ভাবতে হচ্ছে ধোনিকে।