‘ম্যাজিশিয়ান বোলার, লড়াকু ব্যাটসম্যান’। রবিচন্দ্রন অশ্বিনকে ঠিক এই ভাষাতেই বর্ণনা করলেন ফারুখ ইঞ্জিনিয়ার। সেই সঙ্গে হেডিংলের তৃতীয় টেস্টে তারকা অল-রাউন্ডারকে ভারতের প্রথম একাদশে দেখতে চাইলেন প্রাক্তন তারকা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মন্দ বোলিং করেননি অশ্বিন। পরে একটি কাউন্টি ম্যাচে ইনিংসে ৬ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তারকা স্পিনার। তা সত্ত্বেও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম দু’টি টেস্টে ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি অশ্বিনের। লর্ডসে খেলার কথা থাকলেও ম্যাচ শুরুর আগে বৃষ্টিই ছবিটা বদলে দেয়।ট্রেন্ডিং স্টোরিজ
পরিস্থিতির নিরিখে লর্ডসে অশ্বিনকে না খেলানোর সিদ্ধান্ত মেনে নিলেও ইঞ্জিনিয়ার চাইছেন লিডসে মাঠে নামানো হোক তারকা স্পিনারকে। Sports Tak-এর সাক্ষাত্কারে ফারুখ বলেন, ‘যেটা আমি শুনেছি যে, লর্ডসে অশ্বিনকে খেলানোর কথা ছিল। দলের ভিতরের খবর আমি জানি না। বৃষ্টির ফলে আবহাওয়া মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় পেসাররা আগ্রাধিকার পাবে। সুতরাং, আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম।’
পরক্ষণেই প্রাক্তন তারকা বলেন, ‘তবে ম্যাচে একটা সময় আমাদের মনে হয়েছিল যে, অশ্বিনকে খেলানো উচিত ছিল। হেডিংলেতে তিন পেসারের সঙ্গে অশ্বিনকে খেলানো দরকার। কারণ, আমাদের বৈচিত্র্য প্রয়োজন। ভোলা উচিত নয়, অশ্বিন একজন খুব ভালো অল-রাউন্ডার। ও বিশ্বমানের বোলার এবং সেই সঙ্গে দারুণ ব্যাটসম্যান। ও অত্যন্ত লড়াকু। ওর মতো লড়াকু ক্রিকেটার আমাদের দরকার।’
শেষে ফারুখ বলেন, ‘সুতরাং, আমি বলব অশ্বিনের দলে থাকা উচিত। কার বদলে ওকে মাঠে নামানো হবে, সেটা জানি না। এটা নির্বাচকদের কাছে একটা ভালো মাথাব্যাথা। তবে আমি হলে অশ্বিনকে পরের টেস্টে খেলাতাম। ও একজন ম্যাজিশিয়ান বোলার ও লড়াকু ব্যাটসম্যান।