ফিরে দেখা ২০২১: অলিম্পিক্সে ইতিহাস লিখেছে ভারত, বছর শেষে ফিরে দেখব মুহূর্তগুলোকে

1/7অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঐতিহাসিক সোনা জিতেছেন নীরজ চোপড়া। জ্যাভেলিন থ্রো থেকে ভারতে এসেছে ট্র্যাক অন্ড ফিল্ডের প্রথম পদক। তাও সেটা সোনা। কোয়ালিফিকেশন রাউন্ডে এক নম্বরে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন ভারতীয় তারকা। ৭ই অগস্ট নিজের সোনার পদক নিশ্চিত করেন নীরজ চোপড়া। ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার ছুড়ে পদক জিতলেন তিনি। এর আগে অ্যাথলেটিক্সে ভারত সোনা তো দূর, কোনও পদকই জেতেনি। সেই আক্ষেপ এই বছর মিটিয়ে দিলেন নীরজ। ব্যক্তিগত বিভাগে মাত্র একটি সোনা ২০০৮ বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে জিতেছিলেন অভিনব বিন্দ্রা। দ্বিতীয় ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে ব্যক্তিগত ইভেন্টে এই বার অলিম্পিক্সে ফের সোনা জিতলেন নীরজ চোপড়া।

ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগের ফাইনালে পরাজিত হন রবি। গোল্ড মেডেল বাউটে দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভের কাছে ৪-৭ ব্যবধানে হার মানেন ভারতীয় তারকা। তবে সেই ম্যাচ হারলেও অলিম্পিক্সে ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে রুপো জিতেছেন রবি কুমার দাহিয়া।
2/7ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগের ফাইনালে পরাজিত হন রবি। গোল্ড মেডেল বাউটে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভের কাছে ৪-৭ ব্যবধানে হার মানেন ভারতীয় তারকা। তবে সেই ম্যাচ হারলেও অলিম্পিক্সে ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে রুপো জিতেছেন রবি কুমার দাহিয়া।
চলতি অলিম্পিক্সে মীরাবাঈ চানুর হাত ধরে টোকিও অলিম্পিক্সে প্রথম পদক জিতেছিল ভারত। মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছিলেন মীরাবাঈ চানু। স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৮৪ ও দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ৮৭ কেজি ভারোত্তলন করেন তিনি। তৃতীয় প্রচেষ্টায় ৮৯ কেজির জন্য ঝাঁপিয়েছিলেন। যদিও সফল হননি। স্ন্যাচে ৮৪ ও ক্লিন অ্যান্ড জার্কে ১১০, মোট ১৯৪ কেজি ভারোত্তলন করে ব্রোঞ্জ জেতেন ইন্দোনেশিয়ার উইন্ডি আইসা। ফলে ব্রোঞ্জ পদক জেতেন মীরাবাঈ চানু।
3/7চলতি অলিম্পিক্সে মীরাবাঈ চানুর হাত ধরে টোকিও অলিম্পিক্সে প্রথম পদক জিতেছিল ভারত। মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছিলেন মীরাবাঈ চানু। স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৮৪ ও দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ৮৭ কেজি ভারোত্তলন করেন তিনি। তৃতীয় প্রচেষ্টায় ৮৯ কেজির জন্য ঝাঁপিয়েছিলেন। যদিও সফল হননি। স্ন্যাচে ৮৪ ও ক্লিন অ্যান্ড জার্কে ১১০, মোট ১৯৪ কেজি ভারোত্তলন করে ব্রোঞ্জ জেতেন ইন্দোনেশিয়ার উইন্ডি আইসা। ফলে ব্রোঞ্জ পদক জেতেন মীরাবাঈ চানু।
রিও অলিম্পিক্সে রুপোর পদক জিতলেও টোকিও-র ফাইনালে উঠতে পারেননি পিভি সিন্ধু। ফলে এ বার ব্যাডমিন্টনের ওমেন্স সিঙ্গলসে সোনা বা রুপো জয়ের সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল সিন্ধুর। যদিও ব্রোঞ্জ জয়ের সুযোগটাকে কাজে লাগাতে মরিয়া ছিলেন ভারতীয় তারকা। ব্রোঞ্জ মেডেল ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন চিনের হি বিংজিয়াও। সেই ম্যাচে ৫৩ মিনিটের লড়াইয়ে তিনি ২১-১৩, ২১-১৫ স্ট্রেট গেমে পরাজিত করেন বিংজিয়াওকে এবং ব্রোঞ্জ পদক গলায় ঝোলান।
4/7রিও অলিম্পিক্সে রুপোর পদক জিতলেও টোকিও-র ফাইনালে উঠতে পারেননি পিভি সিন্ধু। ফলে এ বার ব্যাডমিন্টনের ওমেন্স সিঙ্গলসে সোনা বা রুপো জয়ের সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল সিন্ধুর। যদিও ব্রোঞ্জ জয়ের সুযোগটাকে কাজে লাগাতে মরিয়া ছিলেন ভারতীয় তারকা। ব্রোঞ্জ মেডেল ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন চিনের হি বিংজিয়াও। সেই ম্যাচে ৫৩ মিনিটের লড়াইয়ে তিনি ২১-১৩, ২১-১৫ স্ট্রেট গেমে পরাজিত করেন বিংজিয়াওকে এবং ব্রোঞ্জ পদক গলায় ঝোলান।
বিশ্বচ্যাম্পিয়নের কাছে হেরে ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতের লভলিনা বড়গোহাঁইকে। মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) বিভাগের সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির কাছে ০-৫ ব্যবধানে পরাজিত হন ভারতীয় বক্সার।
5/7বিশ্বচ্যাম্পিয়নের কাছে হেরে ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতের লভলিনা বড়গোহাঁইকে। মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) বিভাগের সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির কাছে ০-৫ ব্যবধানে পরাজিত হন ভারতীয় বক্সার।
টোকিও অলিম্পিক্সের কুস্তিতে ভারতের অন্যতম পদক সম্ভাবনা ছিলেন বজরং পুনিয়া। সেই সম্ভাবনাকে তিনি বাস্তবে রূপ দিলেন শেষ পর্যন্ত। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের সেমিফাইনালে হেরে যাওয়ায় সোনা ও রুপোর দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন। তবে ব্রোঞ্জ জিতে দেশবাসীর প্রত্যাশা পূরণ করলেন বজরং পুনিয়া।
6/7টোকিও অলিম্পিক্সের কুস্তিতে ভারতের অন্যতম পদক সম্ভাবনা ছিলেন বজরং পুনিয়া। সেই সম্ভাবনাকে তিনি বাস্তবে রূপ দিলেন শেষ পর্যন্ত। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের সেমিফাইনালে হেরে যাওয়ায় সোনা ও রুপোর দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন। তবে ব্রোঞ্জ জিতে দেশবাসীর প্রত্যাশা পূরণ করলেন বজরং পুনিয়া।
৪১ বছর পরে ফের এ বার অলিম্পিক্সে পদক জিতল ভারতের হকি দল। ৫ই অগস্ট বৃহস্পতিবার টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন শ্রীজেশরা। হার না মানা মানসিকতার সৌজন্যে অলিম্পিক্সে ৪১ বছরের পদক খরা কাটল ভারতের। দ্বিতীয় কোয়ার্টারে দেড় মিনিটের ব্যবধানে দুটি গোল খেয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল। সেখান থেকে ফিনিক্স পাখির মতো উঠে এল ভারত। ৪১ বছর পরে অলিম্পিক্সে পদক জেতে ভারতীয় হকি দল।
7/7৪১ বছর পরে ফের এ বার অলিম্পিক্সে পদক জিতল ভারতের হকি দল। ৫ই অগস্ট বৃহস্পতিবার টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন শ্রীজেশরা। হার না মানা মানসিকতার সৌজন্যে অলিম্পিক্সে ৪১ বছরের পদক খরা কাটল ভারতের। দ্বিতীয় কোয়ার্টারে দেড় মিনিটের ব্যবধানে দুটি গোল খেয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল। সেখান থেকে ফিনিক্স পাখির মতো উঠে এল ভারত। ৪১ বছর পরে অলিম্পিক্সে পদক জেতে ভারতীয় হকি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.