ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেফতারির দাবিতে আন্দোলন করছেন কুস্তিগিররা। হরিদ্বারে গঙ্গায় নিজেদের পদক বিসর্জন দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৮:৪৩
পদক বিসর্জন না দেওয়ার অনুরোধ সাধুদের
কুস্তিগিরদের কাছে এসেছেন বেশ কয়েক জন সাধু। তাঁরা জানিয়েছেন, কুস্তিগিরদের সমর্থন করতে এসেছেন। সেই সঙ্গে সাধুদের অনুরোধ, কুস্তিগিরেরা যেন পদক গঙ্গায় বিসর্জন না দেন।
শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৮:৩৯
এখনও বসে রয়েছেন কুস্তিগিরেরা
মাটিতেই বসে রয়েছেন সাক্ষী, বিনেশরা। তাঁদের চারদিকে মানবশৃঙ্খল করা হয়েছে। দু’এক জন ছাড়া পুলিশকর্মীদের দেখা মিলছে না। কুস্তিগিরেরা এখনও সংবাদমাধ্যমের সামনে কিছু বলেননি।
শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৮:১৭
কুস্তিগিরদের সমর্থনে উঠছে স্লোগান
কুস্তিগিরদের সমর্থনে স্লোগান দিচ্ছেন সাধারণ মানুষ। অনেকে আবার কুস্তিগিরদের কাছে আবেদন করছেন, তাঁরা যেন পদক বিসর্জন না দেন। মাটিতে বসে পড়েছেন সাক্ষীরা। চোখে জল। যত সময় এগোচ্ছে তত ভিড় বাড়ছে হর কি পৌড়ী ঘাটে। ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতেও স্লোগান উঠছে সেখানে।
শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৮:১৫
কান্নায় ভেঙে পড়লেন সাক্ষীরা
হর কি পৌড়ী ঘাটে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন সাক্ষী মালিক, বিনেশ ফোগটেরা। বুকের কাছে একটি বাক্সে নিজেদের সব পদক ধরে রেখেছেন তাঁরা। সাক্ষীদের ঘিরে রয়েছেন পরিবারের লোকেরা। স্থানীয় অনেক মানুষ ভিড় করেছেন সেখানে।
শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৭:৫৫
হরিদ্বারে পৌঁছলেন কুস্তিগিরেরা
বিকাল ৫টা নাগাদ হরিদ্বারে পৌঁছে যান সাক্ষী মালিক, বিনেশ ফোগটেরা। সঙ্গে অলিম্পিক্স পদক-সহ বাকি সব পদক নিয়ে গিয়েছেন তাঁরা।
শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৭:৫৩
পদক বিসর্জনের দাবি সাক্ষীদের
মঙ্গলবার সকালেই অলিম্পিক্স পদকজয়ী সাক্ষী বলেন, ‘‘এই পদকগুলো আমাদের প্রাণ। আজ এগুলো গঙ্গায় ফেলে দেওয়ার পর আমাদের বেঁচে থাকার আর কোনও মানে নেই। তাই পদক ফেলে দেওয়ার পর ইন্ডিয়া গেটের সামনে আমরা আমরণ অনশনে বসব।”