অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম দুই ম্যাচে দলে ছিলেন। তৃতীয় ম্যাচে বাদ পড়েন। এ বার জানা গিয়েছে, তৃতীয় ম্যাচের পরেই ভারতে ফিরে আসছেন কুলদীপ যাদব। অর্থাৎ, শেষ দু’টি ম্যাচে খেলতে পারবেন না তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের দ্বিতীয় ম্যাচে খেলবেন কুলদীপ। সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ় রয়েছে ভারতের। সেই সিরিজ়ের আগে কুলদীপকে প্রস্তুতির সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়েছে, “বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দ্বিতীয় চার দিনের ম্যাচে খেলার সুযোগ করে দেওয়ার জন্য টি২০ দল থেকে কুলদীপকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটের আগে কুলদীপকে প্রস্তুতির সুযোগ করে দেওয়ার জন্য এই অনুরোধ করা হয়েছে। সেই অনুরোধ মেনে নিয়েছে বিসিসিআই।”
ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ় আপাতত ১-১ রয়েছে। ক্যানবেরায় প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। মেলবোর্নে দ্বিতীয় ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচে হোবার্টে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অর্শদীপ সিংহ। প্রথম দু’টি ম্যাচে জায়গা পাননি তিনি। এই ম্যাচে ফিরে ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।
ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। খেলাশেষে অর্শদীপ জানিয়েছেন, নিজের উপর বিশ্বাস ছিল তাঁর। খুব বেশি কিছু করার চেষ্টা করেননি। নিজের শক্তি অনুযায়ী বল করেছেন। অর্শদীপ বলেন, “ভাল ভাবে প্রস্তুতি নিয়েছি। নিজের শক্তির উপর ভরসা রেখেছি। মাঠে নেমে পরিকল্পনা কাজে লাগিয়েছি। অপর প্রান্তে বুমরাহের মতো কেউ থাকলে উইকেট নেওয়ার সুযোগ বেড়ে যায়। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছ। বোলিং উপভোগ করছি। পাওয়ার প্লে হোক বা ডেথ ওভার, নিজের পরিকল্পনা থেকে সরিনি।”

