শুরুটা মন্থর হলেও শেষে ঝড় তুলে তিনশোর রানের গণ্ডি টপকে গেল ভারত৷ অভিষেকেই ব্যাট হাতে রেকর্ড ক্রুনাল পান্ডিয়া৷ চার জনের ব্যাটে হাফ-সেঞ্চুরিতে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ইংল্যান্ডের সামনে ৩১৮ রানের টার্গেট রাখল টিম ইন্ডিয়া৷ ওয়ান ডে ক্রিকেটে অভিষেকে সবচেয়ে কম বল হাফ-সেঞ্চরি করে নজর কাড়লেন ক্রুনাল৷
টপ-অর্ডারে শিখর ধাওয়ান ও বিরাট কোহলি এবং মিডল-অর্ডারে লোকেশ রাহুল ও ক্রুনাল পান্ডিয়ার পার্টনারশিপে প্রথম ম্যাচেই ইংরেজ বোলারদের নাস্তানাবুদ করল টিম ইন্ডিয়া৷ টস হেরে ক্যাপ্টেন কোহলি বলেছিলেন, প্রথমে তারা ব্যাট করে প্রতিপক্ষের সামনে বড় রনের টার্গেট দিতে চান৷ ইনিংসের শেষে তেমনটাই করল কোহলি অ্যান্ড কোং৷
অস্ট্রেলিয়ার সফরের পর ইংল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র টি-২০ খেলেছিলেন৷ প্রথম টি-২০ ম্যাচে মাত্র ৪ রান করায় পরের ম্যাচগুলিতে দলে জায়গা হয়নি৷ কিন্তু ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই দুরন্ত ধাওয়ান৷ মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মাঠে রেখে এলেও ভারতীয় ইনিংসকে এদিন সামনে থেকে নেতৃত্বে দেন বাঁ-হাতি ওপেনার৷ প্রথম ৫ ওভারে মাত্র ১০ রান তুললেও শেষ পাঁচ ওভারে টিম ইন্ডিয়া তুলল ৬৭ রান৷ যা ভারতীয় ইনিংসকে বড় রান পৌঁছে দিল৷ রোহিত শর্মা ও ধাওয়ান ওপেনিং জুটিতে ৬৪ রান যোগ করলেও রান তোলার গতি ছিল মন্থর৷ ব্যক্তিগত ২৮ রানে রোহিত প্যাভিলিয়নে ফেরার পর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে ভারতকে এগিয়ে নিয়ে যান ক্যাপ্টেন কোহলি৷
দ্বিতীয় উইকেটে ১০৫ রানের পার্টনারশিপ গড়ে ভারতের ইনিংসের ভিত মজবুত করেন ধাওয়ান ও বিরাট৷ ক্যাপ্টেন হাফ-সেঞ্চুরি করে প্যাভিলিয়নে ফিরলেও দায়িত্ব নিয়ে দলকে এগিয় নিয়ে যান ধাওয়ান৷ ব্যক্তিগত ৫৬ রানের মার্ক উডের শিকার হন ভারত অধিনায়ক৷ শ্রেয়স আইয়ার ধাওয়ানকে সঙ্গ দিতে পারেননি৷ মাত্র ৬ রান করে শ্রেয়স আউট হওয়ার পর ক্রিজে আসেন রাহুল৷ প্রথমে মন্থর ব্যাটিং করলেও পরে হাত খোলেন কর্নাটকের এই ডানহাতি৷ তবে রাহুল-ধাওয়ানের পার্টনারশিপ হওয়ার আগেই ব্যক্তিগত ৯৮ রানে ফিরে যান ‘গব্বর’৷
তারপর হার্দিক পান্ডিয়া ক্রিজে এলেও মাত্র ৯ বলে একা রান করে ফিরে যান৷ বাকিটা ক্রুনাল-রাহুলের৷ ষষ্ঠ উইকেটে মাত্র ৬১ বলে ১১২ রানের অবিভক্ত পার্টনারশিপে ভারতকে ৩১৭ রানে পৌঁছে দেন দু’জনে৷ মাত্র ৩১ বলে দু’টি ছয় ও সাতটি চারের সাহায্যে ৫৮ রানে অপরাজিত থাকেন ক্রুনাল৷ আর ৪৩ বলে ৬২ রানে অপরাজিত থাকেন রাহুল৷ চারটি চার ও চারটি ছয় হাঁকান তিনি৷ তবে মাত্র ২৬ বলে হাফ-সেঞ্চুরি করে অভিষেকে দ্রুততম পঞ্চাশ রানের রেকর্ড গড়েন ক্রুনাল৷