২০২২ সালে ফের ইংল্যান্ডে সফরে যাবে টিম ইন্ডিয়া। সেখানে ব্রিটিশদের বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি ম্যাচ, তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। তারই ক্রীড়াসূচি প্রকাশ করল ইংল্যান্ড। ভারতের ইংল্যান্ড সফর এখনও শেষ হয়নি, তার আগেই পরের বারের ইংল্যান্ড সফরের সূচী প্রকাশিত হয়ে গেল। বিরাট কোহলিরা ম্যাঞ্চেস্টারে নামার আগেই সুর উঠল আসছে বছর আবার হবে।
তবে সেবার আর টেস্ট নয়, একদিনের ক্রিকেট ও টি টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে। ১ জুলাই থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের সিরিজ। ম্যাঞ্চেস্টারে প্রথম টি টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে ভারত-ইংল্যান্ডের সফর। এরপরে ৩ জুলাই নটিংহ্যামে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারত-ইংল্যান্ড। সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে সাউদাম্পটনে ৬ জুলাই নামবে ভারত।বার্মিংহ্যাম, ওভাল ও লর্ডসে খেলা হবে তিনটি একদিনের ম্যাচ। ৯ই জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম একদিনের ম্যাচ, ১২ জুলাই খেলা হবে দ্বিতীয় একদিনের ম্যাচ। ১৪ জুলাই সিরিজের শেষ ম্যাচ ও ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলা হবে।
তবে ২০২২ সালের জুন মাসে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ইংল্যান্ডের ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু হবে। তারপর ভারতের বিরুদ্ধে খেলতে নামবে ব্রিটিশরা। এরপরে লম্বা ট্যুরে যাবে ইংল্যান্ডে যাবে দক্ষিণ আফ্রিকা। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত লম্বা ট্যুরে ইংল্যান্ডে থাকবে দক্ষিণ আফ্রিকা।