ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর তাঁকে খুঁজে পাওয়া যায়নি। সম্প্রচারকারী চ্যানেলে ভারতীয় দলের অনেককে দেখা গেলেও বিরাট কোহলিকে দেখতে পাওয়া যায়নি। এক বারের জন্য মাইকের সামনে আসেননি প্রাক্তন ভারত অধিনায়ক। শুক্রবার সকালে হারের ধাক্কা সামলে টুইট করলেন তিনি। দিলেন ফিরে আসার বার্তা।
গত বছর ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। সে বার বিরাট ছিলেন অধিনায়ক। এ বার নেতার মুকুট তাঁর মাথায় ছিল না, কিন্তু ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনিই। এ বারের বিশ্বকাপে ৬ ম্যাচে তাঁর সংগ্রহ ২৯৬ রান। কিন্তু দলকে ট্রফি জেতাতে পারলেন না। হতাশ বিরাট টুইট করে লেখেন, “স্বপ্নপূরণ না করেই অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে। হতাশ হৃদয় নিয়ে ফিরছি আমরা। কিন্তু হিসাবে বেশ কিছু ভাল মুহূর্ত নিয়েও ফিরছি। আমাদের লক্ষ্য থাকবে আরও ভাল খেলে ফিরে আসা।”