কোহলিদের হারে দিল্লির প্রথম দুইয়ে থাকা নিশ্চিত, দেখে নিন কোন অঙ্কে ধোনিদের টপকাতে পারে RCB

লিগ টেবিলের একেবারে শেষে থাকা সানরাইজার্স হায়দরাবাদের কাছে আরসিবি হেরে বসায় প্রথম দল হিসেবে আইপিএল ২০২১-এর প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করে ফেলে দিল্লি ক্যাপিটালস। আপাতত দিল্লি ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। শেষ ম্যাচে দিল্লি হারলে ও চেন্নাই জিতলে ধোনিদের সামনে সুযোগ রয়েছে দিল্লিকে টপকে একে উঠে আসার। কেননা সিএসকের সংগ্রহে রয়েছে ১৩ ম্যাচে ১৮ পয়েন্টে। বাকি কোনও দলেরই আর ২০ পয়েন্টে পৌঁছনো সম্ভব নয়।

চেন্নাইও প্রথম দুইয়ে থাকা কার্যত নিশ্চিত করে ফেলেছে। তারা শেষ ম্যাচে ১১৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত হলে এবং ব্যাঙ্গালোর শেষ ম্যাচে একই ব্যবধানে জিতলে তবেই একমাত্র ধোনিদের টপকে দুইয়ে উঠে আসা সম্ভব কোহলিদের পক্ষে। এমনটা হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।ট্রেন্ডিং স্টোরিজ

আরসিবির তিন নম্বরে থাকা নিয়ে কোনও প্রশ্ন নেই। চার নম্বর দল হিসেবে প্লে-অফের পথে এগিয়ে কেকেআর। তবে শেষ রাউন্ডে কলকাতাকে কড়া টক্কার দেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। দু’দলের মধ্যে নিজেদের শেষ রাউন্ডের ম্যাচে কোনও একদল হারলে এবং অপর দল জিতলে রান-রেটের অঙ্ক ছাড়াই নির্ধারিত হয়ে যাবে প্লে-অফের চতুর্থ দল।

অর্থাৎ, কলকাতা শেষ ম্যাচে রাজস্থানকে হারালে এবং মুম্বই শেষ ম্যাচে হায়দরাবাদের কাছে হারলে কেকেআর চতুর্থ দল হিসেবে সরাসরি প্লে-অফে পৌঁছে যাবে। যদি উলট ছবি দেখা যায়, তবে মুম্বই পৌঁছে যাবে শেষ চারে। তবে দু’দলই জিতলে বা উভয় দলই হারলে নেট রান-রেটের নিরিখে নির্ধারিত হবে প্লে-অফের চতুর্থ দল। আপাতত দেখে নেওয়া যাক আইপিএল ২০২১-এর আপডেটেড পয়েন্ট টেবিল।

আইপিএল ২০২১-এর পয়েন্ট টেবিল:-

১. দিল্লি ক্যাপিটালস: ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দিল্লি রয়েছে লিগ টেবিলের শীর্ষে। তারা প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করে ফেলেছে ইতিমধ্যেই। দিল্লির নেট রান-রেট +০.৫২৬।

২. চেন্নাই সুপার কিংস: ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সিএসকে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তাদেরও প্রথম দুইয়ে থাকা অনেকটাই পাকা। চেন্নাইয়ের নেট রান-রেট +০.৭৩৯।

৩. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আরসিবি থেকে যায় তিন নম্বরেই। তারাও ইতিমধ্যেই প্লে-অফে পৌঁছে গিয়েছে। তাদের নেট রান-রেট -০.১৫৯।

৪. কলকাতা নাইট রাইডার্স: ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কেকেআর রয়েছে চার নম্বরে। তাদের নেট রান-রেট +০.২৯৪।

৫. মুম্বই ইন্ডিয়ান্স: ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে মুম্বই রয়েছে পাঁচ নম্বরে। তাদের নেট রান-রেট -০.০৪৮।

৬. পঞ্জাব কিংস: ১৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্জাব রয়েছে ছয় নম্বরে। তাদের নেট রান-রেট -০.২৪১।

৭. রাজস্থান রয়্যালস: ১৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রাজস্থান অবস্থান করছেন সাত নম্বরে। তাদের নেট রান-রেট -০.৭৩৭।

৮. সানরাইজার্স হায়দরাবাদ: ১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ রয়েছে আট নম্বরে। তাদের নেট রান-রেট -০.৪২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.