KKR vs SRH: গিলের হাফ-সেঞ্চুরিতে হায়দরাবাদকে হারাল কলকাতা, অক্সিজেন পেল প্লে-অফের লড়াইয়ে


দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২১-এর ফিরতি ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ায় তাদের কাছে এটা ছিল নিছক নিয়মরক্ষর ম্যাচ। তবে শেষ চারের দৌড়ে টিকে থাকতে হলে কেকেআরকে জিততেই হতো এই ম্যাচটি। শেষমেশ সানরাইজার্সকে পরাজিত করে প্লে-অফের দৌড়ে অক্সিজেন পায় কেকেআর।03 Oct 2021, 11:18:01 PM IST

ম্যাচের সেরা গিল

পরিস্থিতি অনুযায়ী ৫১ বলে ৫৭ রানের লড়াকু ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন শুভমন গিল। 03 Oct 2021, 11:00:56 PM IST

৬ উইকেটে ম্যাচ জয় কলকাতার

তুলনায় সহজ ম্যাচ কষ্ট করে জিতল কলকাতা নাইট রাইডার্স। মাত্র ১১৫ রান তাড়া করতে নেমে কেকেআর ম্যাচ টেনে নিয়ে যায় ১৯.৪ ওভার পর্যন্ত। সানরাইজার্সের ৮ উইকেটে ১১৫ রানের জবাবে কলকাতা ৪ উইকেটে ১১৯ রান তুলে ম্যাচ জেতে। তারা ২ বল বাকি থাকতে ৬ উইকেটের ব্যবধানে জয় নিশ্চিত করে। দীনেশ কার্তিক ৩টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। ২ বলে ২ রান করে নট-আউট থাকেন মর্গ্যান। 03 Oct 2021, 10:54:06 PM IST

শেষ ওভারে দরকার ৩ রান

জয়ের জন্য শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের দরকার ৩ রান। ১৯ ওভারে তারা ৪ উইকেটের বিনিময়ে ১১৩ রান তুলেছে।03 Oct 2021, 10:50:33 PM IST

রানাকে ফেরালেন হোল্ডার

১৮তম ওভারের শেষ বলে নীতিশ রানাকে ফেরালেন জেসন হোল্ডার। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ২৫ রান করে ঋদ্ধিমান সাহার দস্তানায় ধরা দেন রানা। কলকাতা ১০৬ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান।03 Oct 2021, 10:41:41 PM IST

শুভমন গিল আউট

১৭তম ওভারে সিদ্ধার্থ কউলের তৃতীয় বলে আউট হলেন শুভমন গিল। ১০টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ৫৭ রান করে হোল্ডারের হাতে ধরা পড়েন শুভমন। কলকাতা দলগত ৯৩ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান দীনেশ কার্তিক। ১৭ ওভারে কলকাতা ৯৯/৩।03 Oct 2021, 10:36:18 PM IST

হাফ-সেঞ্চুরি গিলের

১০টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। ১৫ ওভার শেষে কলকাতা ২ উইকেটের বিনিময়ে ৮৪ রান তুলেছে। গিল ৫৪ ও রানা ব্যক্তিগত ১৩ রানে ব্যাট করছেন।03 Oct 2021, 10:17:17 PM IST

১১ ওভারে কলকাতা ৫১/২

দলগত ৫০ রান টপকাতেই ১১ ওভার লেগে গেল কলকাতার। ১১ ওভার শেষে কেকেআর ২উইকেটের বিনিময়ে ৫১ রান তুলেছে।03 Oct 2021, 10:11:24 PM IST

১০ ওভারে কলকাতা ৪৪/২

১০ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স ২ উইকেটের বিনিময়ে ৪৪ রান তুলেছে। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৭২ রান। গিল ২৯ বলে ২৫ রান করে অপরাজিত রয়েছেন।03 Oct 2021, 09:52:24 PM IST

রাহুল ত্রিপাঠীর উইকেট তুলে নিলেন রশিদ

সপ্তম ওভারের চতুর্থ বলে ফর্মে থাকা রাহুল ত্রিপাঠীর উইকেট তুলে নিলেন রশিদ খান। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৭ রান করে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন ত্রিপাঠী। কলকাতা ৩৮ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নীতিশ রানা।03 Oct 2021, 09:51:03 PM IST

পাওয়ার প্লে-র ৬ ওভারে কলকাতা ৩৬/১

পাওয়ার প্লে-র ৬ ওভারে কলকাতা নাইট রাইডার্, ১ উইকেটের বিনিময়ে ৩৬ রান তুলেছে। শুভমন গিল ২০ বলে ২৩ রান করে ব্যাট করছেন। ২ বলে ৫ রান করে অপরাজিত রয়েছেন রাহুল ত্রিপাঠী।03 Oct 2021, 09:42:54 PM IST

আইয়ারকে ফেরালেন হোল্ডার

পঞ্চম ওভারের চতুর্থ বলে বেঙ্কটেশ আইয়ারকে ফিরিয়ে দিলেন জেসন হোল্ডার। ১৪ বলে ৮ রান করে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন বেঙ্কটেশ। কলকাতা ২৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠী। ৫ ওভারে কেকেআর ২৭/১।03 Oct 2021, 09:38:05 PM IST

৪ ওভারে কলকাতা ২১/০

৪ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স কোনও উইকেট না হারিয়ে ২১ রান তুলেছে। আইপিএলে নিজের প্রথম ওভারেই উমরান মালিক ১৫০ কিলোমিটার গতিতে বল করন একটি। গিল ১৪ ও বেঙ্কটেশ ৭ রানে ব্যাট করছেন।03 Oct 2021, 09:21:34 PM IST

কলকাতার রান তাড়া করা শুরু

কলকাতার হয়ে যথারীতি ওপেন করেত নামেন শুভমন গিল ও বেঙ্কটেশ আইয়ার। হায়দরাবাদের হয়ে বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। প্রথম ওভারে ২ রান ওঠে। কোনও উইকেট হারায়নি কলকাতা।03 Oct 2021, 09:04:55 PM IST

২০ ওভারে হায়দরাবাদ ১১৫/৮

নির্ধারিত ২০ ওভারে সানরাইজার্স হায়দরাবাদ থামে ৮ উইকেটে ১১৫ রানে। ভুবনেশ্বর কুমার ৭ ও সিদ্ধার্থ কউল ৭ রান করে অপরাজিত থাকেন। সুতরাং, জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের দরকার ২০ ওভারে ১১৬ রান।03 Oct 2021, 08:59:00 PM IST

রশিদকে ফেরালেন মাভি

১৯তম ওভারে মাভির প্রথম বলে চার মারেন রশিদ। দ্বিতীয় বলে আইয়ারের হাতে ধরা পড়েন তিনি। ৬ বলে ৮ রান করে ক্রিজ ছাড়েন আফগান তারকা। হায়দরাবাদ ১০৩ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সিদ্ধার্থ কউল। ১৯ ওভারে হায়দরাবাদ ১০৬/৮।03 Oct 2021, 08:53:38 PM IST

সামাদ ফিরলেন সাউদির বলে

১৮তম ওভারের দ্বিতীয় বলে আব্দুল সামাদ ফিরলেন টিম সাউদির বলে। ৩টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২৫ রান করে গিলের হাতে ধরা পড়েন তিনি। হায়দরাবাদ ৯৫ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ভুবনেশ্বর কুমার। ১৮ ওভারে হায়দরাবাদ ৯৯/৭।03 Oct 2021, 08:48:18 PM IST

হোল্ডারকে ফরালেন বরুণ

বরুণের দ্বিতীয় শিকার হলেন জেসন হোল্ডার। ১৭তম ওভারের প্রথম বলে আইয়ারের হাতে ধরা পড়লেন ক্যারিবিয়ান তারকা। হায়দরাবাদ ৮০ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা। ক্রিজে নতুন ব্যাটসম্যান রশিদ খান। ওভারের শেষ ২টি বলে জোড়া ছক্কা হাঁকান সামাদ। সানরাইজার্স ১৭ ওভারের শেষে ৬ উইকেটের বিনিময়ে ৯৪ রান তুলেছে। সামাদ ব্যাট করছেন ২৫ রানে। বরুণ ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট পকেটে পোরেন।03 Oct 2021, 08:44:45 PM IST

নারিন ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করেন

সুনীল নারিন কোনও উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করেন। শাকিব তাঁর ৪ ওভারের বোলিং কোটা শেষ করেছেন ২০ রানের বিনিময়ে ১ উইকেট দখল করে।03 Oct 2021, 08:37:02 PM IST

প্রিয়মকে ফেরালেন বরুণ

১৫তম ওভারের দ্বিতীয় বলে প্রিয়ম গর্গকে ফেরালেন বরুণ চক্রবর্তী। ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে ২১ রান করে ত্রিপাঠীর হাতে ধরা পড়েন প্রিয়ম। হায়দরাবাদ ৭০ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জেসন হোল্ডার। ১৫ ওভারে হায়দরাবাদ ৭৯/৫। সামাদ ১২ ও হোল্ডার ১ রানে ব্যাট করছেন।03 Oct 2021, 08:23:31 PM IST

শাকিব ফেরালেন অভিষেককে

একাদশতম ওভারের প্রথম বলে শাকিব আল হাসান ফিরিয়ে দেন অভিষেক শর্মাকে। ১০ বলে ৬ রান করে স্টাম্প আউট হন অভিষেক। হায়দরাবাদ দলগত ৫১ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আব্দুল সামাদ।03 Oct 2021, 08:23:00 PM IST

১০ ওভারে হায়দরাবাদ ৫১/৩

১০ ওভার শেষে সানরাইজার্স হায়দরাবাদ ৩ উইকেটের বিনিময়ে ৫১ রান তুলেছে। প্রিয়ন গর্গ ৮ ও অভিষেক শর্মা ব্যক্তিগত ৬ রানে ব্যাট করছেন।03 Oct 2021, 08:07:51 PM IST

রান-আউট উইলিয়ামসন

কাজ শুরু করে দিলেন শাকিব আল হাসান। সপ্তম ওভারের পঞ্চম বলে সরাসরি থ্রোয়ে রান-আউট করলেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসনকে। ৪টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ২৬ রান করে ক্রিজ ছাড়েন উইলিয়ামসন। হায়দরাবাদ ৩৮ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান অভিষেক শর্মা। ৭ ওভারে সানরাইজার্স ৩৯/৩।03 Oct 2021, 08:02:44 PM IST

মাভির ওভারে ১৮ রান তোলেন উইলিয়ামসন

পাওয়ার প্লে-র শেষ ওভারে শিবম মাভির বলে ১৮ রান তোলেন কেন উইলিয়ামসন। তিনি ওভারে ৪টি চার মারেন ও একটি ২ রান নেন। ৬ ওভার শেষে হায়দরাবাদ ২ উইকেটের বিনিময়ে ৩৫ রান তুলেছে। উইলিয়ামসন ১৮ বলে ২৪ রান করে অপরাজিত রয়েছেন।03 Oct 2021, 07:55:52 PM IST

জেসন রয়ের উইকেট তুলে নিলেন মাভি

চতুর্থ ওভারের চতুর্থ বলে জেসন রয়কে ফিরিয়ে দিলেন শিবম মাভি। ২টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১০ রান করে টিম সাউদির হাতে ধরা পড়েন জেসন। হায়দরাবাদ ১৬ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান প্রিয়ম গর্গ। ৪ ওভার শেষে সানরাইজার্স ১৬/২03 Oct 2021, 07:46:55 PM IST

সাউদির ওভারে জোড়া বাউন্ডারি জেসনের

তৃতীয় ওভারে টিম সাউদির দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর চার মারেন জেসন রয়। ওভারে ৮ রান ওঠে। তিন ওভার শেষে সানরাইজার্স ১ উইকেটের বিনিময়ে ১৪ রান তুলেছে। জেসন ১০ রানে ব্যাট করছেন।03 Oct 2021, 07:34:25 PM IST

দ্বিতীয় বলেই আউট ঋদ্ধি

ম্যাচের দ্বিতীয় বলেই ঋদ্ধিমান সাহার উইকেট তুলে নেন টিম সাউদি। নিদের প্রথম বলের মোকাবিলা করতে গিয়েই এলবিডব্লিউ হন ঋদ্ধি। খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যানকে। হায়দরাবাদ দলগত ১ রানে প্রথম উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। প্রথম ওভারের শেষে সানরাইজার্স ৪/১।03 Oct 2021, 07:32:21 PM IST

ম্যাচ শুরু

হায়দরাবাদের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন জেসন রয় ও ঋদ্ধিমান সাহা। নতুন বলে বোলিং শুরু করেন কলকাতার টিম সাউদি।03 Oct 2021, 07:21:10 PM IST

হায়দরাবাদের প্রথম একাদশ

হায়দরাবাদ চার বিদেশির কোটায় মাঠে নামায় উইলিয়ামসন, জেসন রয়, হোল্ডার ও রশিদকে। সানরাইজার্সের জার্সিতে আইপিএল অভিষেক জম্মু-কাশ্মীরের উমরান মালিকের।

প্লেয়িং ইলেভেন: জেসন রয়, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক ও সিদ্ধার্থ কউল।03 Oct 2021, 07:09:51 PM IST

কলকাতার প্রথম একাদশ

কেকেআর চার বিদেশির কোটায় মাঠে নামায় মর্গ্যান, নারিন, শাকিব ও সাউদিকে।

প্লেয়িং ইলেভেন: শুভমন গিল, বেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাকিব আল হাসান, সুনীল নারিন, টিম সাউদি, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।03 Oct 2021, 07:06:49 PM IST

মাঠে নামার সুযোগ পেলেন শাকিব

দীর্ঘদিন রিজার্ভ বেঞ্চে বসে থাকার পর অবশেষে মাঠে নামার সুযোগ পেলেন শাকিব আল হাসান। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের তারকা অল-রাউন্ডার দলে ঢোকেন টিম সেফার্তের জায়গায়।03 Oct 2021, 07:05:07 PM IST

টস জিতল হায়দরাবাদ

কলকাতার বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ফিরতি ম্যাচে টস জিতল সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামনসন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, টস হেরে শুরুতে বোলিং কলকাতার।03 Oct 2021, 07:05:07 PM IST

প্রথম লেগের ফলাফল

আইপিএল ২০২১-এর প্রথম লেগে সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে কেকেআর ৬ উইকেটের বিনিময়ে ১৮৭ রান তোলে। নীতিশ রানা ৮০ ও রাহুল ত্রিপাঠী ৫৩ রান করেন। ২টি করে উইকেট নেন নবি ও রশিদ।

জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ৫ উইকেটে ১৭৭ রানে আটকে যায়। মণীশ পান্ডে অপরাজিত ৬১ ও জনি বেয়ারস্টো ৫৫ রান করেন। ২টি উইকেট নেন প্রসিধ কৃষ্ণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.