কার্তিকের ঝোড়ো ইনিংসে সানরাইজার্সকে ১৬৪ রানের টার্গেট নাইটদের

গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই নেতা বদল হয়েছে কেকেআর-এর৷ কিন্তু ভাগ্য বদল হয়নি নাইটদের৷ মুম্বইয়ের কাছে লজ্জাজনক হারের পর রবিবার শেখ জায়েদ স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় রানের টার্গেট দিতে পারলেন না নাইট ব্যাটসম্যানরা৷ টস হেরে প্রথম ব্যাটিং করে সানরাইজার্সের সামনে রানের ১৬৪ টার্গেট রাখে কেকেআর৷

শুরুটা ভালো করলেও দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর৷ কিন্তু ক্যাপ্টেন ও এক্স ক্যাপ্টেনের ব্যাটে লড়াইয়ে ফেরে নাইটরা৷ অধিনায়ক ইয়ন মর্গ্যান ও প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিকের পঞ্চম উইকেটে ৩০ বলে অবিভিক্ত ৫৮ রানের পার্টনারশিপে পাঁচ উইকেটে ১৬৩ রান তোলে কলকাতা নাইট রাইডার্স৷

টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার৷ শুভমন গিল ও রাহুল ত্রিপাঠির দারুণ শুরু করলেও বড় রান তুলতে পারেনি কেকেআর৷ ওপেনিং জুটিকে ৬ ওভারে ৪৮ রান তোলেন গিল ও ত্রিপাঠি৷ কিন্তু পাওয়ার প্লে-ওভারের শেষ বলে বোল্ড হয়ে যান ত্রিপাঠি৷ ১৬ বলে ২৩ রান করে নটরাজনের বলে ডাগ-আউটে ফেরেন তিনি৷

এরপর নীতিশ রানা ক্রিজে এসে আক্রমণাত্মক শুরু করেন৷ কিন্তু ৩৭ বলে ৩৬ রানে গিল আউট হওয়ার পর নাইটদের ছন্দপতন হয়৷ রানাও দ্রুত ডাগ-আউটে ফেরেন৷ ২০ বলে ২৯ রান করে দায়িত্বজ্ঞানহীন শট নিয়ে আউট হন রানা৷ চার নম্বরে ব্যাট করতে নেমে এদিনও ব্যর্থ হন আন্দ্রে রাসেল৷ এদিন ১১ বলে মাত্র ৯ রান করে আউট হন ক্যারিবিয়ান এই অল-রাউন্ডার৷

ছ’নম্বরে ব্যাট করতে নেমে কেকেআর ইনিংসের হাল ধরেন প্রাক্তন অধিনায়ক কার্তিক৷ ক্যাপ্টেন মর্গ্যানের সঙ্গে ঝোড়ো হাফ-সেঞ্চুরির পার্টনারশিপে দেড়শো রানের গণ্ডি টপকাতে পারে কেকেআর৷ মাত্র ১৪ বলে ২টি ছয় ও ২টি বাউন্ডারি মেরে ২৯ রানে অপরাজিত থাকেন কার্তিক৷ স্ট্রাইক-রেট ২০৭.১৪৷ ক্যাপ্টেন মর্গ্যান অপরাজিত থাকেন ৩৪ রানে৷ ২৩ বলের ইনিংসে একটি ওভার বাউন্ডারি ও তিনটি বাউন্ডারি মেরে ইনি্ংসের শেষ বলে আউট হন নাইট অধিনায়ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.