ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের হেড কোচ হওয়ায় পরের মরশুমে কলকাতা নাইট রাইডার্সের কোচিং টিমে নিশ্চিতভাবেই রদবদল চোখে পড়বে। তবে কয়েকটি বদল দেখা যেতে পারে কেকেআরের স্কোয়াডেও। মেগা নিলাম থেকে ঢেলে দল সাজানোর পরে স্কোয়াডের ফাঁক-ফোকরগুলি দেখা হয়ে গিয়েছে ম্যানেজমেন্টের। সেই অনুযায়ী আগামী মরশুমে কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলতে পারে নাইট রাইডার্স।
নতুন মরশুমে কলকাতা স্কোয়াড থেকে ছেঁটে ফেলতে পারে অজিঙ্কা রাহানেকে। এমনিতে রাহানেকে নিয়ে নিলামে বিশেষ আগ্রহ ছিল না কোনও দলের। কলকাতা সস্তায় তাঁকে দলে নেয়। তবে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশা পূরণে ব্যর্থ হন রাহানে। তিনি মাত্র ৭টি ম্যাচে মাঠে নামার সুযোগ পান। সাকুল্যে ১৩৩ রান সংগ্রহ করেন। রাহানের মানের ক্রিকেটারকে ব্যর্থ হলেও বসিয়ে রাখা মুশকিল। তাই তাঁকে ছেড়ে দিয়ে ভারমুক্ত হতে পারে কেকেআর।
মহম্মদ নবিকে মেগা নিলাম থেকে দলে নিলেও একটিও ম্যাচে মাঠে নামায়নি কলকাতা নাইট রাইডার্স। প্রথম একাদশের চার বিদেশির কোটায় নবিকে জায়গা করে দেওয়া মুশকিল। রাসেল, নারিন, কামিন্স, সাউদি, বিলিংস, ফিঞ্চদের ভিড়ে নবিকে সুযোগ করে দেওয়ার অবকাশ নেই বলেই তাঁকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে পারে কলকাতা।
নবির মতোই চামিকা করুণারত্নেকেও আইপিএল ২০২২-তে কেকেআরের নেট-বোলার হয়েই থেকে যেতে হয়। কেকেআরের স্কোয়াডে উমেশ-মাভির মতো ভারতীয় পেসার রয়েছেন। সেই সঙ্গে কামিন্স-সাউদির মতো বিদেশি পেসারও রয়েছেন। আন্দ্রে রাসেল প্রয়োজনে হাত ঘোরাচ্ছেন। বল করতে পারেন বেঙ্কটেশ আইয়ারও। সুতরাং, করুণারত্নের প্রয়োজন নাও অনুভব করতে পারে কলকাতা। তাই পরের মরশুমে শ্রীলঙ্কান তারকাকে নতুন দল খুঁজে নিতে হতে পারে।