দেশের স্বার্থ আগে। দেশের জন্যই যত তাড়াতাড়ি সম্ভব ব্যক্তিগত ইগোর লড়াই মিটিয়ে ফেলা দরকার। বিরাটের ক্যাপ্টেন্সি নিয়ে চলতে থাকা বিতর্ক মেটাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই ও কোহলি, দু’পক্ষকে কার্যত এমনই বার্তা দিলেন কপিল দেব। এক্ষেত্রে একসঙ্গে বসে বা ফোনে কথা বলেই সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রাক্তন অধিনায়ক।
তাছাড়া বিরাটের ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারেননি। বিষয়টা উপলব্ধি করে টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক জানান যে, বিরাট অত্যন্ত বড় মাপের ক্রিকেটার। তাই তাঁর সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত।ট্রেন্ডিং স্টোরিজ
The Week-এ কপিল দেব বলেন, ‘ওদের নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে ফেলা উচিত। ফোন করো, একে অপরের সঙ্গে কথা বলো, নিজেদের আগে দেশের স্বার্থকে রাখো। শুরুর দিকে আমিও যা চাইতাম সব পেয়েছি। তবে কখনও কখনও সবকিছু নাও পেতে পারো। তার মানে এই নয় যে, তুমি ক্যাপ্টেন্সি ছেড়ে দেবে। যদি একারণেই ও (বিরাট) ক্যাপ্টেন্সি ছেড়ে থাকে, তবে জানি না কী বলা উচিত। ও অসাধারণ ক্রিকেটার। ওকে দীর্ঘদিন ক্রিকেট খেলতে ও অনেক রান করতে দেখতে চাইব। বিশেষ করে টেস্ট ক্রিকেটে।’
কপিল আরও বলেন, ‘সব দেখেশুনে এবং পড়ে যা বুঝেছি, কেউই চায়নি বিরাট ক্যাপ্টেন্সি ছেড়ে দিক। তবে ও দুর্দান্ত খেলোয়াড়। ওর সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত।’