দোহায় এশিয়ান অলিম্পিক
কোয়ালিফায়ার থেকে টোকিও গেমসের টিকিট পেয়ে গেলেন ভারতের টেবিল টেনিস তারকা শরথ কমল। পাকিস্তানের রামিজ
মহম্মদকে কার্যত উড়িয়ে দিয়ে টোকিও অলিম্পিকের ছাড়পত্র পেলেন কমল । ভারতীয় টেবিল টেনিস
প্লেয়ারের কাছে টোকিও গেমস টানা চার নম্বর অলিম্পিক হতে চলেছে। এই রকম রেকর্ড আন্তর্জাতিক
ক্ষেত্রে খুব একটা দেখা যায় না।“চার নম্বর অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে
পেরে ভীষণ খুশি। ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু তাঁকে অভিনন্দন জানিয়েছেন ।
বৃহস্পতিবার সকালে প্রথম ম্যাচে আর এক ভারতীয় টিটি
প্লেয়ার সাতিয়ানের কাছে হেরে গিয়েছিলেন শরথ। তখন মনে হয়েছিল, দ্বিতীয় ম্যাচটা কঠিন
হতে পারে তাঁর কাছে। বাস্তবে উল্টোই হল। দ্বিতীয়
ম্যাচ খেলতে নেমে প্রবল ভাবে ফিরে এলেন শরথ। মাত্র ২৩ মিনিটে ম্যাচে পাক প্লেয়ারকে
১১-৪, ১১-১, ১১-৫, ১১-৪ হারিয়েছেন শরথ।
উচ্ছ্বসিত
শরথ বলেছেন, “চার নম্বর অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পেরে ভীষণ খুশি। বিশেষ অনুভূতি।
আমার তো মনে হয় ৩৮ বছরেও একই রকম ফিট আছি আমি।” ভারতীয় টিমের তারুণ্যই তাঁকে মোটিভেট করছে।
শরথের ব্যাখ্যা, “ওরা প্রচুর পরিশ্রম করে। একই সঙ্গে আমাকে মোটিভেটও করে। এটাই আমার
মধ্যে থেকে সেরাটা বের করে আনে।”
ক্রীড়ামন্ত্রী
কিরেন রিজিজু টুইটারে লেখেন, “শরথ তোমার কৃতিত্বের জন্য আমি অত্যন্ত গর্বিত। টোকিও
অলিম্পিক গেমসে ছেলেদের সিঙ্গলসে টানা চতুর্থবার যোগ্যতা অর্জনের জন্য অভিনন্দন। আমি
আত্মবিশ্বাসী আপনি ও মনিকা মিক্স ডাবলসেও যোগ্যতা অর্জন করবেন।”