IPL-এ সর্বোচ্চ বার কুড়ির বেশি উইকেটের নজির যুজির, সঙ্গে গড়লেন আর এক রেকর্ড

1/5যুজবেন্দ্র চাহালই প্রথম প্লেয়ার,, যিনি সর্বোচ্চ বার ২০-এর বেশি উইকেট নিয়ে নজির গড়লেন। এ দিন পঞ্জাবের বিরুদ্ধে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি এ বার আইপিএলে তাঁর মোট উইকেট সংখ্যা দাঁড়াল ২২। সেই সঙ্গেই তিনি গড়ে ফেললেন নয়া নজির। ছবি: পিটিআই

যুজিই প্রথম প্লেয়ার, যিনি সবচেয়ে বেশি বার আইপিএলে এক সিজনে ২০-এর বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন। মোট ৪ মরশুমে তিনি ২০-এর বেশি উইকেট নিয়েছেন। ২০১৫, ২০১৬, ২০২০ এবং ২০২২- এই চার মরশুমে তিনি ২০-এর বেশি উইকেট নিয়েছেন। এই নজির নেই অন্য কোনও বোলারের। ছবি: পিটিআই
2/5যুজিই প্রথম প্লেয়ার, যিনি সবচেয়ে বেশি বার আইপিএলে এক সিজনে ২০-এর বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন। মোট ৪ মরশুমে তিনি ২০-এর বেশি উইকেট নিয়েছেন। ২০১৫, ২০১৬, ২০২০ এবং ২০২২- এই চার মরশুমে তিনি ২০-এর বেশি উইকেট নিয়েছেন। এই নজির নেই অন্য কোনও বোলারের। ছবি: পিটিআই
এর আগে লসিথ মালিঙ্গা (২০১১, ২০১২, ২০১৫) তিন মরশুমে ২০-এর বেশি উইকেট নিয়েছিলেন। সুনীল নারিন (২০১২. ২০১৩, ২০১৪) তিন মরশুমে ২০-র বেশি উইকেট নিয়েছিলেন। তাঁদের সকলকে ছাপিয়ে গেলেন চাহাল। ছবি: পিটিআই
3/5এর আগে লসিথ মালিঙ্গা (২০১১, ২০১২, ২০১৫) তিন মরশুমে ২০-এর বেশি উইকেট নিয়েছিলেন। সুনীল নারিন (২০১২. ২০১৩, ২০১৪) তিন মরশুমে ২০-র বেশি উইকেট নিয়েছিলেন। তাঁদের সকলকে ছাপিয়ে গেলেন চাহাল। ছবি: পিটিআই
সেই সঙ্গে স্পিনার হিসেবে যুজি রাজস্থানের জার্সিতেও নতুন রেকর্ড গড়লেন। তিনিই রাজস্থানের প্রথম স্পিনার, যিনি এক আইপিএলে সর্বোচ্চ উইকেট নিলেন। তাঁর উইকেট সংখ্যা এই মুহূর্তে ২২।
4/5সেই সঙ্গে স্পিনার হিসেবে যুজি রাজস্থানের জার্সিতেও নতুন রেকর্ড গড়লেন। তিনিই রাজস্থানের প্রথম স্পিনার, যিনি এক আইপিএলে সর্বোচ্চ উইকেট নিলেন। তাঁর উইকেট সংখ্যা এই মুহূর্তে ২২।
এর আগে রেকর্ড ছিল শ্রেয়স গোপালের। তিনি ২০টি উইকেট নিয়েছিলেন। আর শেন ওয়ার্ন নিয়েছিলেন ১৯টি উইকেট। যুজবেন্দ্র চাহাল এই দুই তারকাকেও এ দিন পিছনে ফেলে দিল।
5/5এর আগে রেকর্ড ছিল শ্রেয়স গোপালের। তিনি ২০টি উইকেট নিয়েছিলেন। আর শেন ওয়ার্ন নিয়েছিলেন ১৯টি উইকেট। যুজবেন্দ্র চাহাল এই দুই তারকাকেও এ দিন পিছনে ফেলে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.