অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার। বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথমবার বাজতে চলেছে ‘জন গণ মন’। সৌজন্যে ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়ার দুর্দান্ত পারফরম্যান্স। যিনি শনিবার টোকিও অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করলেন। তারপর উচ্ছ্বাসে ফেটে পড়েছেন নেটিজেনরা।
অলিম্পিক্সের সরকারি টুইটার হ্যান্ডেলের তরফে বলা হয়েছে, ‘ইতিহাস তৈরি হল। নিজের অলিম্পিক্স অভিষেকে ভারতের নীরজ চোপড়া পুরুষদের জ্যাভেলিন থ্রো’তে সোনা জিতলেন। প্রথম ভারতীয় হিসেবে অ্যাথলেটিক্সে সোনা জিতলেন এবং দ্বিতীয় ভারতীয় হিসেবে ব্যক্তিগত সোনা জিতলেন।’
নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাখ কোবিন্দ-সহ অন্যান্য রাজনীতিবিদরাও। শুভেচ্ছা জানিয়েছেন খেলোয়াড়রা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না, ‘প্রথম সোনা আনার জন্য নীরজ চোপড়াকে আন্তরিক অভিনন্দন। তোমার দুর্ধর্ষ পারফরম্যান্সের জন্য গর্বিত হও। জয় হিন্দ।’ ভারতের প্রথম ব্য়ক্তিগত সোনাজয়ী অভিনব বিন্দ্রা বলেন, ‘আর নীরজ চোপড়া সোনা জিতল। মাথা নীচু করে সম্মান জানাচ্ছি। তুমি একটা পুরো দেশের স্বপ্ন পূরণ করেছ। ধন্যবাদ। এই ক্লাবে তোমায় স্বাগত। এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। অত্যন্ত গর্বিত। আমি তোমার জন্য অত্যন্ত আনন্দিত।’