আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী রবীন্দ্র জাদেজা এই মুহূর্তে বিশ্বের দু’নম্বর টেস্ট অল-রাউন্ডার। টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক ধারাবাহিকতা দিয়ে নিজেকে বিশ্বের প্রথম সারির অল-রাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করলেও ভিভিএস লক্ষণ মনে করেন না যে জাদেজাকে এখনই বিশ্বের সেরা অল-রাউন্ডার বলা যাবে। বরং তাঁর কাছে জাদেজা বিশ্বের তৃতীয়-সেরা টেস্ট অল-রাউন্ডার।
টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা টেস্টের ব্যাটিং-বোলিং মিলিয়ে জাদেজার থেকেও এগিয়ে রাখছেন আরও দু’জনকে। তাঁরা হলেন ইংল্যান্ডের বেন স্টোকস ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
ESPNCricinfo-র আলোচনায় লক্ষ্মণ বলেন, ‘আমি মনে করি যে, এই মুহূর্তে বেন স্টোকস বিশ্বের এক নম্বর অল-রাউন্ডার। দু’নম্বরে থাকবে জেসন হোল্ডার। জাদেজা এদের পিছনে তিন নম্বরে থাকবে। যেভাবে এই টেস্টে ব্যাট করেছে, তাতে বোঝা যায় ও আগের থেকে অনেক ধৈর্য্যশীল হয়েছে এবং মাইন্ডসেটও বদলেছে।’