কেপ টাউনে সাত উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করেছে ভারত। কী কারণে হার, বা কার দোষে এমন অবস্থা হল, সেই সব বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে চাইলেন না ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। এদিন ম্যাচ হেরেও চেতেশ্বর পূজারা কিমবা অজিঙ্কা রাহানের প্রসঙ্গে কোনও কিছু বললেন না। নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিলেন বিরাট। তাদের নিয়ে কোনও নেগেটিভ বার্তা দিলেন না বিরাট কোহলি।
ভারতের টেস্ট দলের অধিনায়কের বক্তব্য, দুই ফ্লপ তারকাকে তাঁরা সাপোর্ট করে যাবেন। ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে এসে বিরাট বলেন, ‘ব্যাটিং আমাদের হতাশ করেছে। এই সত্যি থেকে আমরা পালাতে পারব না। আমি এখানে বসে ভবিষ্যতে কী হবে তা নিয়ে কথা বলতে পারি না। এটা আমার কাজ নয়। সেটা নির্বাচকরা ঠিক করবেন। আমরা চেতেশ্বর এবং জিনক্সকে সমর্থন করে যাব।’ ট্রেন্ডিং স্টোরিজ
ম্যাচের পর ভারত অধিনায়ক আরও বলেন, ‘বেশ উপভোগ্য টেস্ট সিরিজ ছিল। কঠিন লড়াই হয়েছে দুই দলের মধ্যেই। আমরা প্রথম ম্যাচ ভালো খেললেও দক্ষিণ আফ্রিকা দারুণ ভাবে ফিরে এসেছে। শেষ দুটো টেস্টেই ওরা খুব ভালো খেলেছে। আমাদের মনঃসংযোগ হারিয়ে যায়। আর সেটাই ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ওরা আমাদের দুর্বলতাকে কাজে লাগায়। বিদেশে সফর করার সময় আমাদের ধারাবাহিকতা বজায় রাখা উচিত। আমরা সেটা দেখাতে পারিনি। আমাদের ভুল করতে ওরা বাধ্য করেছে।’
একই সঙ্গে বিরাট বলেন, ‘আমাদের ভালো ব্যাটিংয়ের দিকে আরও নজর দেওয়া উচিত। দুটো ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার জন্য আমরা হেরেছি। ওটা নিয়ে ভাবতে হবে। দক্ষিণ আফ্রিকায় আমরা তাদের হারাব, সবাই সেটা প্রত্যাশা করে আমাদের থেকে। কিন্তু আমরা পারিনি, এটাই বাস্তব। মেনে নিতে হবে। আরও প্রবল ভাবে ফিরে আসতে হবে।’