কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ১-২ ব্যবধানে হেরে এ বারের মতো জামশেদপুর এফসির আইএসএল সফর গতকালই শেষ হয়েছে। আর সেমিফাইনালে হারার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের খারাপ খবর। ক্লাব ছাড়তে চলেছেন দলের প্রধান কোচ ওয়েন কয়েল।
এ মরশুমটা যে দ্য রেড মাইনার্সদের জন্য অসাধারণ কেটেছে, সে নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না। এই মরশুমেই প্রথমবার আইএসএলের নক আউটে শুধু কোয়ালিফাই করা নয়, ১৩টি জয়, চারটি ড্র ও তিনটি হারের সুবাদে ৪৩ পয়েন্ট নিয়ে জামশেদপুর লিগ শীর্ষে শেষ করে শিল্ডও জিতে নিয়েছে। নিয়মের হেরফেরে জামশেদপুরের মহাদেশীয় সফর নিয়ে কিছু প্রশ্নচিহ্ন থাকলেও, একটা কথা নিশ্চিতভাবে বলা যায়, এটা পরিসংখ্যানগত তো বটেই, খেলার বিচারেও জামশেদপুরের সেরা আইএসএল মরশুম।ট্রেন্ডিং স্টোরিজ
দলের এই সাফল্য়ের পিছনে কোচ ওয়েন কয়েলের অবদান অনস্বীকার্য। তাঁর মন্ত্রে দীক্ষিত হয়েই বিশেষত দ্বিতীয় ভাগে টানা ম্যাচ জিতেছে জামশেদপুর। তবে ভারতীয় ফুটবল থেকে এখনও ইউরোপিয়ান ফুটবলের ব্যবধান অনেকটা। আর এই ইউরোপিয়ান ক্লাবকে ম্য়ানেজ করার টানেই সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দল ছাড়তে চলেছেন কয়েল। খবর অনুযায়ী স্কটল্যান্ডে তৃতীয় ডিভিশন, লিগ ওয়ানে খেলা কুইন্স পার্ক এফসি কয়েলকে কোচ করতে চায়।
বর্তমানে স্কটিশ তৃতীয় ডিভিশনের প্লে অফ দৌড়ে রয়েছে এই ক্লাব। কুইন্স পার্ক নিজেদের হেড কোচ লউরে এলিসকে এই বছরের শুরুতেই বরখাস্ত করেছে। এখনও দলের প্রধান কোচের জায়গা ফাঁকা রয়েছে। সুতরাং, কয়েল সরাসরি সেই জায়গা দখল করতে পারবেন। এটা অবশ্য প্রথম নয়, আইরিশ ম্যানেজার কয়েল এর আগেও বেশ কয়েকটি স্কটিশ ক্লাবের দায়িত্ব সামলেছেন। ২০১৮ সালে রস কাউন্টিই তাঁর ম্যানেজ করা শেষ স্কটিশ ক্লাব। সুতরাং, যা বোঝা যাচ্ছে তাতে নতুন ম্যানেজারের খোঁজে নামতে হবে জামশেদপুরকে।