শুধু কি জাদেজার খারাপ নেতৃত্ব, নাকি CSK-এর ব্যর্থতার পিছনে রয়েছে আরও অনেক কারণ?

1/6রবীন্দ্র জাদেজাকে হঠাৎ করে নেতৃত্বের দায়িত্ব দেওয়ায় যেন প্রথমেই ছন্দ পতন হয়েছিল চেন্নাই সুপার কিংসের। যার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাই ছিল না তার কাঁধে এত বড় দলের নেতৃত্বের দায়িত্বের সিদ্ধান্তটা ভুল হয়ে গিয়েছিল। মানসিক প্রস্তুতিই নিতে পারেনি রবীন্দ্র জাদেজা। না পেরেছেন নেতৃত্বের চাপ নিতে। তাঁর অধিনায়কত্বে পুরো ল্যাজেগোবরে হয় টিম। অধিনায়ক হিসেবে ব্যর্থ জাদেজা। যার খেসারত পুরো টিমকে দিতে হয়। এর ফল জাদেজার ব্যাক্তিগত পারফরমেন্সের উপেরেও পড়েছে। (ছবি: পিটিআই) (PTI)

মরশুমের প্রথমের দিকে নানা সমস্যার কারণে বেশকিছু ম্যাচ খেলতে পারেননি মইন আলি। এরপরে তিনি যখন দলের সঙ্এগে যুক্ত হলেন তখন সে রকম পারফর্মও করতে পারেননি। ফলে দলের অভিজ্ঞ ক্রিকেটারের ব্যর্থতার ফল দেখা যায় দলের উপরেও। কারণ মইন আলির খারাপ পারফরমেন্সের প্রভাব পড়েছিল দলের উপর। গত বারের অরেঞ্জ ক্যাপজয়ী রুতুরাজ গায়কোয়াড়ও হতাশ করেছেন। সব মিলিয়ে মুখ থুবড়ে পড়তে হয়েছে চেন্নাই সুপার কিংসকে।  (ছবি: পিটিআই) (PTI)
2/6মরশুমের প্রথমের দিকে নানা সমস্যার কারণে বেশকিছু ম্যাচ খেলতে পারেননি মইন আলি। এরপরে তিনি যখন দলের সঙ্এগে যুক্ত হলেন তখন সে রকম পারফর্মও করতে পারেননি। ফলে দলের অভিজ্ঞ ক্রিকেটারের ব্যর্থতার ফল দেখা যায় দলের উপরেও। কারণ মইন আলির খারাপ পারফরমেন্সের প্রভাব পড়েছিল দলের উপর। গত বারের অরেঞ্জ ক্যাপজয়ী রুতুরাজ গায়কোয়াড়ও হতাশ করেছেন। সব মিলিয়ে মুখ থুবড়ে পড়তে হয়েছে চেন্নাই সুপার কিংসকে।  (ছবি: পিটিআই) (PTI)
চোটের জন্য দীপক চাহারের ছিটকে যাওয়াটাও চেন্নাই সুপার কিংসের কাছে বড় ধাক্কা ছিল। সিএসকে আর পরে চাহারের বদলি খুঁজে বের করতে পারেনি। তা ছাড়া সিএসকে-র কোর টিমটা এ বার ভেঙে গিয়েছে। ফ্যাফ ডু'প্লেসির মতো প্লেয়াররা দলে ছিলেন না। বহু নতুন মুখ ছিল দলে। তারা তাল মেলাতে পারেনি। (ছবি:এএনআই) (ANI)
3/6চোটের জন্য দীপক চাহারের ছিটকে যাওয়াটাও চেন্নাই সুপার কিংসের কাছে বড় ধাক্কা ছিল। সিএসকে আর পরে চাহারের বদলি খুঁজে বের করতে পারেনি। তা ছাড়া সিএসকে-র কোর টিমটা এ বার ভেঙে গিয়েছে। ফ্যাফ ডু’প্লেসির মতো প্লেয়াররা দলে ছিলেন না। বহু নতুন মুখ ছিল দলে। তারা তাল মেলাতে পারেনি। (ছবি:এএনআই) (ANI)
টুর্নামেন্টের একেবারে শুরুতেই মহেন্দ্র সিং ধোনির একটা সিদ্ধান্ত দলের ছবিটা বদলে দিয়েছিল। টুর্নামেন্ট শুরু হওয়ার দিন দুয়েক আগেই দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। মাহির হঠাৎ করে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোয় ধাক্কা লেগেছিল পুরো দলের উপর। তাই শুরু থেকেই নড়বড় করছিল চেন্নাই সুপার কিংস। ছবি: পিটিআই (PTI)
4/6টুর্নামেন্টের একেবারে শুরুতেই মহেন্দ্র সিং ধোনির একটা সিদ্ধান্ত দলের ছবিটা বদলে দিয়েছিল। টুর্নামেন্ট শুরু হওয়ার দিন দুয়েক আগেই দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। মাহির হঠাৎ করে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোয় ধাক্কা লেগেছিল পুরো দলের উপর। তাই শুরু থেকেই নড়বড় করছিল চেন্নাই সুপার কিংস। ছবি: পিটিআই (PTI)
চলতি মরশুমের প্রথম দিকে দলের ওপেনিং জুটি সেভাবে কাজে আসছিল না। ফলে বারবার ওপেনিং জুটি নিয়ে পরীক্ষা করা হচ্ছিল সঙ্গে দলেও পরিবর্তন করা হচ্ছিল, সেই কারণেই এবারে প্রথম থেকে সাফল্য পায়নি চেন্নাই সুপার কিংস। এই কারণে ২০২২ আইপিএল-এ CSK কে ব্যর্থ হতে হয়েছে। এর পাশাপাশি দলের বহু সিনিয়র ক্রিকেটার নিজেদের সেরাটা তুলে ধরতে পারেননি। (ছবি-পিটিআই)  (PTI)
5/6চলতি মরশুমের প্রথম দিকে দলের ওপেনিং জুটি সেভাবে কাজে আসছিল না। ফলে বারবার ওপেনিং জুটি নিয়ে পরীক্ষা করা হচ্ছিল সঙ্গে দলেও পরিবর্তন করা হচ্ছিল, সেই কারণেই এবারে প্রথম থেকে সাফল্য পায়নি চেন্নাই সুপার কিংস। এই কারণে ২০২২ আইপিএল-এ CSK কে ব্যর্থ হতে হয়েছে। এর পাশাপাশি দলের বহু সিনিয়র ক্রিকেটার নিজেদের সেরাটা তুলে ধরতে পারেননি। (ছবি-পিটিআই)  (PTI)
দল গঠনে বড্ড তরুণ তারকা উপর নির্ভর করে ফেলেছিল চেন্নাই সুপার কিংস। কয়েকজন সিনিয়র তারকা ছাড়া দলে বেশির ভাগই ছিলেন তরুণ তারকা। ফলে দলে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিলনটা ঠিকঠাক হয়নি এবং ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। (ছবি-পিটিআই)  (PTI)
6/6দল গঠনে বড্ড তরুণ তারকা উপর নির্ভর করে ফেলেছিল চেন্নাই সুপার কিংস। কয়েকজন সিনিয়র তারকা ছাড়া দলে বেশির ভাগই ছিলেন তরুণ তারকা। ফলে দলে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিলনটা ঠিকঠাক হয়নি এবং ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। (ছবি-পিটিআই)  (PTI)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.