IPL22: টানা ৬ ম্যাচে হার! কোহলিকে ছুঁলেন রোহিত

আইপিএলের ইতিহাসে সফলতম ফ্রাঞ্চাইজি নিঃসন্দেহে মুম্বই ইন্ডিয়ান্স দল। পাঁচবারের চ্যাম্পিয়ন দল তারা। কিন্তু চলতি মরশুমে যেন কোন কিছুই ঠিকঠাক হচ্ছে না রোহিত বাহিনীর। একের পর এক ম্যাচে লড়াই করেও তারা হারের মুখ দেখছে। শনিবাসরীয় সন্ধ্যায় লখনউ সুপার জায়ান্টস দলের বিরুদ্ধে চলতি মরশুমে তাদের ষষ্ঠ হারের সম্মুখীন হল তারা। এই নিয়ে চলতি আইপিএলে পরপর ছয় ম্যাচ খেলে ছয় ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে মুম্বই দলকে। যা ফ্রাঞ্চাইজির ইতিহাসে সবথেকে লজ্জাজনক বা বলা ভালো লজ্জার বিরল নজির। 

প্রসঙ্গত এর আগে তারা টানা ৫টি ম্যাচে হেরেছিল দু’বার। সেই ঘটনা ঘটেছিল ২০১৪-১৫ মরশুমে। সেই লজ্জার নজিরও এবার ভেঙে ফেলল তারা। আইপিএলের ইতিহাসে আপাতত টানা ম্যাচ হারার তালিকায় তারা দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে পঞ্জাব।

আসুন একনজরে দেখে নিন সেই পরিসংখ্যান:-

১) পঞ্জাব কিংস/ কিংস ইলেভেন পঞ্জাব:- ৮ টি ম্যাচ(২০১০)

২) মুম্বই ইন্ডিয়ান্স:- ৬* টি ম্যাচ (২০২২)

৩) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর :- ৬ টি ম্যাচ (২০১৯)

৪) দিল্লি ক্যাপিটালস/দিল্লি ডেয়ারডেভিলস :- ৬টি ম্যাচ (২০১৩)

৫) মুম্বই ইন্ডিয়ান্স :- ৫টি ম্যাচ (২০১৪)

প্রসঙ্গত এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে কেএল রাহুলের ৬০ বলে ১০৩ রানের অসাধারণ ইনিংসের দৌলতে লখনউ সুপার জায়ান্টস দল নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৯ রান করতে সমর্থ হয়। রাহুলকে যোগ্য সঙ্গত দেন মনীশ পান্ডে। তিনি করেন ৩৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ভালো লড়াই করেও ম্যাচে শেষ হাসি হাসতে পারেনি মুম্বই দল। ৯ উইকেটের বিনিময়ে মাত্র ১৮১ রানেই আটকে যায় মুম্বই দলের ইনিংস। ১৮ রানে হারতে হয় তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.