নেট রান-রেট তুলনায় ভালো হওয়ায় এ যাত্রায় বেঁচে গেল কলকাতা নাইট রাইডার্সের সিংহাসন। পঞ্জাব কিংসকে হারিয়ে পয়েন্ট সংখ্যায় কেকেআরকে ছুঁয়ে ফেলে গুজরাট টাইটানস। তবে রান-রেটে পিছিয়ে থাকায় আইপিএল ২০২২-এর লিগ টেবিলের শীর্ষে ওঠা হল না হার্দিক পান্ডিয়াদের।
পঞ্জাবের বিরুদ্ধে জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চার নম্বর থেকে দ্বিতীয় স্থানে উঠে আসে গুজরাট টাইটানস। তারা টপকে যায় রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসকে। লখনউ লিগ টেবিলের তিন নম্বরে এবং রাজস্থান চার নম্বরে নেমে যায়।
দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | নেট রান-রেট |
কলকাতা নাইট রাইডার্স | ৪ | ৩ | ১ | ৬ | +১.১০২ |
গুজরাট টাইটানস | ৩ | ৩ | ০ | ৬ | +০.৩৪৯ |
লখনউ সুপার জায়ান্টস | ৪ | ৩ | ১ | ৬ | +০.২৫৬ |
রাজস্থান রয়্যালস | ৩ | ২ | ১ | ৪ | +১.২১৮ |
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ৩ | ২ | ১ | ৪ | +০.১৫৯ |
পঞ্জাব কিংস | ৪ | ২ | ২ | ৪ | +০.১৫২ |
দিল্লি ক্যাপিটালস | ৩ | ১ | ২ | ২ | -০.১১৬ |
চেন্নাই সুপার কিংস | ৩ | ০ | ৩ | ০ | -১.২৫১ |
মুম্বই ইন্ডিয়ান্স | ৩ | ০ | ৩ | ০ | -১.৩৬২ |
সানরাইজার্স হায়দরাবাদ | ২ | ০ | ২ | ০ | -১.৮২৫ |
গুজরাটের কাছে ম্যাচ হেরে পঞ্জাব কিংস পিছিয়ে যায় ছয় নম্বরে। তারা এই ম্যাচের আগে পাঁচ নম্বরে অবস্থান করছিল। নেট রান-রেটে এগিয়ে থাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উঠে আসে পাঁচে। আগের মতোই সাত নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস।
চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ চলতি আইপিএলে এখনও পয়েন্টের খাতা খোলেনি। তারা লিগ টেবিলের একেবারে শেষ তিনটি স্থানে অবস্থান করছে। সিএসকে রয়েছে আট নম্বরে। মুম্বই ইন্ডিয়ান্সের জায়গা হয়েছে নয় নম্বরে। একেবারে শেষে দশ নম্বরে রয়েছে হায়দরাবাদ।