একেই গুজরাট টাইটানসকে আইপিএলে প্রথম বার হারতে হল সানরাইজার্স হায়দরাবাদের কাছে। তার উপর আবার পয়েন্ট টেবলেও পা ফস্কালো হার্দিক পাণ্ডিয়ার টিম। তিন থেকে তারা সোজা নেমে গেল পাঁচে। একেবারে দু’ধাপ পতন হল গুজরাটের।
তিনে উঠে এল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। লখনউ সুপার জায়ান্টস উঠে এল চারে। দু’ধাপ নেমে পাঁচে জায়গা করে নিয়েছে গুজরাট টাইটানস। বাকি দলগুলোর অবস্থান বদলায়নি। জিতেও আটেই থেকে গেল সানরাইজার্স হায়দরাবাদ। তবে ৪ ম্যাচের মধ্যে পরপর দু’ম্যাচ জিতে নিজেদের অবস্থান কিছুটা হলেও মজবুত করল কেন উইলিয়ামসনের টিম। মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।
দল | ম্যাচ | জয় | পরাজয় | পয়েন্ট | নেট রানরেট |
---|---|---|---|---|---|
রাজস্থান রয়্যালস | ৪ | ৩ | ১ | ৬ | ০.৯৫১ |
কলকাতা নাইট রাইডার্স | ৫ | ৩ | ২ | ৬ | ০.৪৪৬ |
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ৪ | ৩ | ১ | ৬ | ০.২৯৪ |
লখনউ সুপার জায়ান্টস | ৫ | ৩ | ২ | ৬ | ০.১৭৪ |
গুজরাট টাইটানস | ৪ | ৩ | ১ | ৬ | ০.০৯৭ |
দিল্লি ক্যাপিটালস | ৪ | ২ | ২ | ৪ | ০.৪৭৬ |
পঞ্জাব কিংস | ৪ | ২ | ২ | ৪ | ০.১৫২ |
সানরাইজার্স হায়দরাবাদ | ৪ | ২ | ২ | ৪ | -০.৫০১ |
মুম্বই ইন্ডিয়ান্স | ৪ | ০ | ৪ | ০ | -১.১৮১ |
চেন্নাই সুপার কিংস | ৪ | ০ | ৪ | ০ | -১.২১১ |
সোমবার টসে জিতে গুজরাট টাইটানসকে ব্যাট করতে পাঠান হায়দরাবাদের কেন উইলিয়ামসন। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬২ করে গুজরাট টাইটানস। হার্দিক পাণ্ডিয়া সর্বোচ্চ ৫০ রান (৪২ বলে) করেন। এ ছাড়া ভাগ্যকে সঙ্গী করে ২১ বলে ৩৫ করেন অভিনব মনোহর। তাঁর ক্যাচ ৩ বার মিস করে হায়দরাবাদ। চতুর্থ বারে ক্যাচ আউটই হন তিনি। অতিরিক্ত হয়েছে ২২ রান। এর বাইরে ২০ রানের গণ্ডি গুজরাট টাইটানসের কোনও প্লেয়ার টপকাতে পারেননি। ২টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার এবং টি নটরাজন। মার্কো জানসেন এবং উমরান মালিক নিয়েছেন ১টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতে ২ উইকেটে ১৬৮ করে হায়দরাবাদ। ৮ উইকেটে তারা ম্যাচ জিতে যায়। সর্বোচ্চ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৪৬ বলে ৫৭ করেন তিনি। ৩২ বলে ৪২ রানের দুরন্ত ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। ১১ বলে ১৭ করে রিটায়ার্ড হার্ট হন রাহুল ত্রিপাঠি। পরে ১৮ পরে অপরাজিত ৩৪ করে হায়দরাবাদকে জয় এনে দেন নিকোলাস পুরান। ১টি করে উইকেট নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া এবং রশিদ খান।