চারবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে মেগা ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের৷ প্রথম কোয়ালিফায়ের মুম্বইয়ের বিরুদ্ধে রান তাড়া করে নাস্তানাবুদ হয়েছিলেন দিল্লি ব্যাটসম্যানরা৷ তারপর অবশ্য দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ম্যাচ জিতে নিয়েছিল দিল্লি৷ এ কথা মাথা রেখে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রেয়স আইয়ারের৷
ফাইনালে দ্বিতীয় কোয়ালিফায়ারের দলই ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস৷ তবে মুম্বই ইন্ডিয়ান্স তাদের আগের ম্যাচের দলে একটি পরিবর্তন করেছে৷ দিল্লির প্রথম সাত ব্যাটসম্যানের মধ্যে চার জনই বাঁ-হাতি হওয়ায় লেগ-স্পিনার রাহুল চাহারের পরিবর্তে অফ-স্পিনার জয়ন্ত যাদবকে দলে নিয়েছে৷ এর আগে দিল্লির বিরুদ্ধে টুর্নামেন্টে খেলেছিলেন জয়ন্ত৷ তিনি পাওয়ার প্লে-তে ভালো বলেও করেছিলেন৷
টস হেরে খুশি মুম্বই ক্যাপ্টেন রোহিত শর্মা৷ কারণ তিনি জানতেন না, টস জিতে কী করবেন৷ তবে রান তাড়া করতে তাদের অসুবিধা নেই বলে জানান রোহিত৷ এর আগে চারবার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স৷ চারবারই রোহিতের নেতৃত্বে৷ অর্থাৎ আইপিএলের ইতিহাসে সর্বাধিক ট্রফি জয়ী ক্যাপ্টেন তিনি৷ এদিন আরও একটি মাইলস্টোন রোহিতের৷ আইপিএলে ২০০ তম ম্যাচ খেলতে নামলেন ‘হিটম্যান’৷
পঞ্চমবার আইপিএল জয়ের হাতছানি মুম্বইয়ের সামনে৷ আর প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেতে মরিয়া দিল্লি৷ টুর্নামেন্টে সার্বিক পারফরম্যান্সর ভিত্তিতে দিল্লি ক্যাপিটালসের থেকে এগিয়ে থেকে নামল মুম্বই ইন্ডিয়ান্স৷ এখনও পর্যন্ত টুর্নামেন্টে তিনবারের সাক্ষাত হয়েছে দুই দলের৷ তিনবারই বাজিমাত করেছে মুম্বই৷ লিগে দু’বারের সাক্ষাতের পর প্লে-অফের লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকেও হেলায় হারায় রোহিত অ্যান্ড কোং৷ মুম্বইয়ের পেস জুটি জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিলেন দিল্লির ব্যাটসম্যানরা৷
দিল্লি ক্যাপিটালস: শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), মার্কাস স্টওনিস, শিমরণ হেটমায়ার, প্রবীণ দুবে, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা ও আনরিখ নর্টজে৷
মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (ক্যাপ্টেন), কুইন্টন ডি’কক, ইশান কিশান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, কুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, নাথান কুইল্টার নাইল, জসপ্রীত বুমরাহ, জয়ন্ত যাদব ও ট্রেন্ট বোল্ট৷