হাতে ছিল মাত্র ১৩৩ রান। প্রতিপক্ষ, আইপিএলে ফার্স্ট বয়। গুজরাত টাইটান্সকে শেষপর্যন্ত হারিয়ে দিল দিল্লি ক্যাপিটাল! শুধু তাই নয়, লিগ টেবিলে কলকাতা নাইট রাইডার্সকেও ধরে ফেলে তারা। ২ দলের পয়েন্টই আপাতত ৬।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শামির প্রথম স্পেলেই ছারখার হয়ে যায় দিল্লি। উইকেটের পিছনে তাঁকে সঙ্গত দিলেন ঋদ্ধিমান সাহা। দিল্লির টপ অর্ডারে ব্য়াটাররাই প্রায় সকলেই ব্য়র্থ। শেষপর্যন্ত পঞ্চম উইকেটে জুটি বাঁধেন অক্ষর পটেল ও অমন খান। ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রান করে দিল্লি।
জবাবে ব্যাট করে নেমে বিপাকে পড়ে গুজরাতও। শূন্য় রানে প্যাভিলিয়নে ফেরেন ঋদ্ধি। রান পাননি শুভমন গিলও। তবে, অভিনব মনোহরক সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন অধিনায়ক হার্দিক। কিন্তু রানের গতি ছিল কম। শেষ ১২ বলে ৩৩ রান দরকার ছিল গুজরাতের। পর পর তিনটি ৬ মারেন তেওতিয়া। কিন্তু শেষরক্ষা আর হয়নি।