IPL 2022: এমন পরিসংখ্যানে শিউরে উঠতে হবে! এবার KKR-র দুশ্চিন্তার কারণ হবে এই দিকটাই

1/10শেষের চার ওভারে কে বল করবেন? এবার আইপিএল শুরুর আগে সেটাই হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অন্যতম মাথাব্যথার কারণ। ডেথ ওভারে বোলিং করার দৌড়ে যে নাইটরা এগিয়ে আছেন, তাঁদের পরিসংখ্যান যথেষ্ট খারাপ। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)

@CricketWithAsh-এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ এবং ২০২১ সালের আইপিএলে ডেথ ওভারে ১৩ টি উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল। প্রতি ওভারে গড়ে ১০.৯ রান দিয়েছেন। গড় ১৫.৯। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)
2/10@CricketWithAsh-এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ এবং ২০২১ সালের আইপিএলে ডেথ ওভারে ১৩ টি উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল। প্রতি ওভারে গড়ে ১০.৯ রান দিয়েছেন। গড় ১৫.৯। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)
পরিসংখ্যান অনুযায়ী, ওই দু'বছর ডেথ ওভারে যখন ইয়র্কার বলের চেষ্টা করেছেন রাসেল, তখন তাঁর ইকোনমি রেট ছিল ১১.৬। ঢিমেগতির বলের ক্ষেত্রে সেটা ১৩.৪ হয়ে গিয়েছিল। শর্ট/হার্ড লেংথে রাসেলের পরিসংখ্যান অনেক ভালো। শর্ট/হার্ড লেংথে বল করলে ক্যারিবিয়ান তারকার ইকোনমি রেট ৭.৫ ছিল। অন্যান্য বলের ক্ষেত্রে ইকোনমি রেট ১০.৭-তে দাঁড়িয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)
3/10পরিসংখ্যান অনুযায়ী, ওই দু’বছর ডেথ ওভারে যখন ইয়র্কার বলের চেষ্টা করেছেন রাসেল, তখন তাঁর ইকোনমি রেট ছিল ১১.৬। ঢিমেগতির বলের ক্ষেত্রে সেটা ১৩.৪ হয়ে গিয়েছিল। শর্ট/হার্ড লেংথে রাসেলের পরিসংখ্যান অনেক ভালো। শর্ট/হার্ড লেংথে বল করলে ক্যারিবিয়ান তারকার ইকোনমি রেট ৭.৫ ছিল। অন্যান্য বলের ক্ষেত্রে ইকোনমি রেট ১০.৭-তে দাঁড়িয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)
ডেথে কোন বল বেশি করেছেন রাসেল? @CricketWithAsh-এর পরিসংখ্যান অনুযায়ী, ৪০ শতাংশের বেশি ইয়র্কার বলের চেষ্টা করেছেন। ১৫ শতাংশ স্লোয়ার বল করেছেন। প্রায় ৩০ শতাংশ বল বেশি শর্ট/হার্ড লেংথে রেখেছেন। বাকি অন্যান্য বল করেছেন। (ছবি সৌজন্যে, ফেসবুক @KolkataKnightRiders)
4/10ডেথে কোন বল বেশি করেছেন রাসেল? @CricketWithAsh-এর পরিসংখ্যান অনুযায়ী, ৪০ শতাংশের বেশি ইয়র্কার বলের চেষ্টা করেছেন। ১৫ শতাংশ স্লোয়ার বল করেছেন। প্রায় ৩০ শতাংশ বল বেশি শর্ট/হার্ড লেংথে রেখেছেন। বাকি অন্যান্য বল করেছেন। (ছবি সৌজন্যে, ফেসবুক @KolkataKnightRiders)
@CricketWithAsh-এর পরিসংখ্যান অনুযায়ী, গত দু'বছরের আইপিএলে ডেথ ওভারে চারটি উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। গড় ৩৮। ইকোনমি রেট ১০.৯। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)
5/10@CricketWithAsh-এর পরিসংখ্যান অনুযায়ী, গত দু’বছরের আইপিএলে ডেথ ওভারে চারটি উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। গড় ৩৮। ইকোনমি রেট ১০.৯। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)
কোন বলে বেশি রান দিয়েছেন কামিন্স? @CricketWithAsh-এর পরিসংখ্যান অনুযায়ী, ওই দু'বছর ডেথ ওভারে যখন ইয়র্কার বলের চেষ্টা করেছেন রাসেল, তখন তাঁর ইকোনমি রেট ছিল ১০.১। ঢিমেগতির বলের ক্ষেত্রে সেটা ১৩.৫ হয়ে গিয়েছিল। শর্ট/হার্ড লেংথে বলে ইকোনমি রেট ১০.৪ ছিল। অন্যান্য বলের ক্ষেত্রে ইকোনমি রেট ১০.৯-এ দাঁড়িয়েছিল। (ছবি সৌজন্যে এএফপি)
6/10কোন বলে বেশি রান দিয়েছেন কামিন্স? @CricketWithAsh-এর পরিসংখ্যান অনুযায়ী, ওই দু’বছর ডেথ ওভারে যখন ইয়র্কার বলের চেষ্টা করেছেন রাসেল, তখন তাঁর ইকোনমি রেট ছিল ১০.১। ঢিমেগতির বলের ক্ষেত্রে সেটা ১৩.৫ হয়ে গিয়েছিল। শর্ট/হার্ড লেংথে বলে ইকোনমি রেট ১০.৪ ছিল। অন্যান্য বলের ক্ষেত্রে ইকোনমি রেট ১০.৯-এ দাঁড়িয়েছিল। (ছবি সৌজন্যে এএফপি)
ডেথে কোন বল বেশি করেছেন কামিন্স? @CricketWithAsh-এর পরিসংখ্যান অনুযায়ী, ৩০ শতাংশের মতো ইয়র্কার বলের চেষ্টা করেছেন। প্রায় ২০ শতাংশ স্লোয়ার বল করেছেন। ৩০ শতাংশের বেশি বল বেশি শর্ট/হার্ড লেংথে রেখেছেন। বাকি অন্যান্য বল করেছেন। (ছবি সৌজন্যে এএফপি)
7/10ডেথে কোন বল বেশি করেছেন কামিন্স? @CricketWithAsh-এর পরিসংখ্যান অনুযায়ী, ৩০ শতাংশের মতো ইয়র্কার বলের চেষ্টা করেছেন। প্রায় ২০ শতাংশ স্লোয়ার বল করেছেন। ৩০ শতাংশের বেশি বল বেশি শর্ট/হার্ড লেংথে রেখেছেন। বাকি অন্যান্য বল করেছেন। (ছবি সৌজন্যে এএফপি)
@CricketWithAsh-এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ এবং ২০২১ সালের আইপিএলে ডেথ ওভারে সাতটি উইকেট নিয়েছেন শিবম মাভি। প্রতি ওভারে গড়ে ৯.৪ রান দিয়েছেন। গড় ১৭.৭। (ছবি সৌজন্যে, ফেসবুক @KolkataKnightRiders)
8/10@CricketWithAsh-এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ এবং ২০২১ সালের আইপিএলে ডেথ ওভারে সাতটি উইকেট নিয়েছেন শিবম মাভি। প্রতি ওভারে গড়ে ৯.৪ রান দিয়েছেন। গড় ১৭.৭। (ছবি সৌজন্যে, ফেসবুক @KolkataKnightRiders)
কোন বলে বেশি রান দিয়েছেন মাভি? @CricketWithAsh-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ এবং ২০২১ সালে ডেথ ওভারে যখন ইয়র্কার বলের চেষ্টা করেছেন মাভি, তখন তাঁর ইকোনমি রেট ছিল ৯.৯। ঢিমেগতির বলের ক্ষেত্রে সেটা নয় হয়ে গিয়েছিল। শর্ট/হার্ড লেংথে বলে ইকোনমি রেট ১০.২ ছিল। অন্যান্য বলের ক্ষেত্রে ইকোনমি রেট ৮.১-এ দাঁড়িয়েছিল। তবে মাঝের ওভারগুলিতে তাঁর পরিসংখ্যান ভালোই বেশ। (ফাইল ছবি, সৌজন্য আইপিএল)
9/10কোন বলে বেশি রান দিয়েছেন মাভি? @CricketWithAsh-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ এবং ২০২১ সালে ডেথ ওভারে যখন ইয়র্কার বলের চেষ্টা করেছেন মাভি, তখন তাঁর ইকোনমি রেট ছিল ৯.৯। ঢিমেগতির বলের ক্ষেত্রে সেটা নয় হয়ে গিয়েছিল। শর্ট/হার্ড লেংথে বলে ইকোনমি রেট ১০.২ ছিল। অন্যান্য বলের ক্ষেত্রে ইকোনমি রেট ৮.১-এ দাঁড়িয়েছিল। তবে মাঝের ওভারগুলিতে তাঁর পরিসংখ্যান ভালোই বেশ। (ফাইল ছবি, সৌজন্য আইপিএল)
ডেথে কোন বল বেশি করেছেন মাভি? @CricketWithAsh-এর পরিসংখ্যান অনুযায়ী, ৪০ শতাংশের বেশি ইয়র্কার বলের চেষ্টা করেছেন। প্রায় ২০ শতাংশের বেশি স্লোয়ার বল করেছেন। ১৫ শতাংশের বেশি বল বেশি শর্ট/হার্ড লেংথে রেখেছেন। বাকি অন্যান্য বল করেছেন। (ফাইল ছবি, সৌজন্য এএনআই)
10/10ডেথে কোন বল বেশি করেছেন মাভি? @CricketWithAsh-এর পরিসংখ্যান অনুযায়ী, ৪০ শতাংশের বেশি ইয়র্কার বলের চেষ্টা করেছেন। প্রায় ২০ শতাংশের বেশি স্লোয়ার বল করেছেন। ১৫ শতাংশের বেশি বল বেশি শর্ট/হার্ড লেংথে রেখেছেন। বাকি অন্যান্য বল করেছেন। (ফাইল ছবি, সৌজন্য এএনআই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.