আইপিএলে আরও একবার পঞ্জাব কিংসের মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন রাহুল তেওয়াটিয়া। শুক্রবার মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে শেষ দুই বলে দুটি ছক্কা মারার জন্য আবারও শিরোনামে এসেছেন গুজরাট টাইটানসের ব্যাটসম্যান তেওয়াটিয়া। এর আগেও পঞ্জাব কিংসের বিরুদ্ধে টানা চারটি ছক্কা মেরে দলকে জয়ের পথে নিয়ে গিয়েছিলেন তিনি।সেটা ছিল ২০২০সাল। রাজস্থান রয়্যালসের হয়ে এই কীর্তি করেছিলেন তেওয়াটিয়া। তবে এবার আইপিএলের নতুন দল গুজরাট টাইটানসের হয়ে এই কীর্তি গড়েছেন তিনি। দুইবারই পঞ্জাবের বিরুদ্ধেই এই কীর্তি করেছেন রাহুল। রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় তেওয়াটিয়া তখন ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরেলকে টার্গেট করেন এবং এখন গুজরাটের হয়ে খেলার সময় আরেক ক্যারিবিয়ান পেসার ওডিন স্মিথকে লক্ষ্য করেন।
দুর্দান্ত ইনিংস খেলে গুজরাটের হয়ে ম্যাচ জিতিয়ে তেওয়াটিয়া বলেন,‘এভাবে জিতলে দারুণ লাগে। আমার খুব বেশি ভাবার ছিল না কিন্তু আমি জানতাম যে আমাকে নীচে নেমে ছক্কা মারতে হবে।স্মিথ প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে ভালো বোলিং করেন। সেজন্য আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আমাকেও একই রকম কিছু মারতে করতে হবে।’ সাজঘরের পরিবেশ নিয়ে বলতে গিয়ে তেওয়াটিয়া বলেন,‘ড্রেসিং রুম আসলে খুব শান্ত। আশু ভাই (নেহরা),গ্যারি কার্স্টেন এবং সাপোর্ট স্টাফরা সত্যিই ভালো কাজ করেছেন। আমাদের শুধু পরিকল্পনাগুলো ভালোভাবে বাস্তবায়ন করতে এবং ভালোভাবে ব্যাক আপ করতে বলা হয়েছে।’ তেওয়াটিয়ার এদিনের ইনিংসের পরে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। নেটিজেনরা তেওয়াটিয়াকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।
আইপিএলের ইতিহাসে এই মাত্র দ্বিতীয়বার, যখন কোনও ব্যাটসম্যান শেষ দুই বলে দুটি ছক্কা মেরে দলের হয়ে ম্যাচ জিতিয়েছেন। এর আগে২০১৬সালে, এমএস ধোনি শেষ দুই বলে দুটি ছক্কা মেরে পুণে সুপারজায়ান্টসকে জিতিয়েছিলেন।পঞ্জাব কিংসের বিরুদ্ধে তেওয়াতিয়ার ব্যাট অনেক কথা বলে। যদি পরিসংখ্যান বিশ্বাস করা হয়,আইপিএলে রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ১০ বলে ৪৯ রান করেছেন তেওয়াটিয়া। এই সময়ে, তার স্ট্রাইক রেট হয়েছে ৪৯০এবং তেওয়াটিয়া এই ১০ বলের মধ্যে আট বলে ছক্কা মেরেছেন। তেওয়াটিয়াকে গুজরাট ২০২২ সালের আইপিএল নিলামে ৯ কোটি টাকায় কিনেছিল।