IPL 2022: বাড়ি-বাড়ি কাজের অবস্থা হয়েছিল, IPL-এ প্রথমবার সেরা – রিঙ্কুর লড়াই কীরকম ছিল?

1/10উত্তরপ্রদেশের আলিগড়ে নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন রিঙ্কু। বাবা সিলিন্ডার ডেলিভারি করতেন। ছেলেবেলা থেকেই লড়াই করে বড় হয়েছেন রিঙ্কু। (ছবি সৌজন্যে আইপিএল)

২০১৫ সাল নাগাদ রিঙ্কুর পরিবারের পাঁচ লাখ টাকা ধার হয়ে গিয়েছিল। সেইসময় অনূর্ধ্ব-১৯ খেলছিলেন রিঙ্কু। সামান্য যে দৈনিক ভাতা টাকা পেতেন, তা বাঁচিয়ে ধীরে ধীরে ঋণ শোধ করতে শুরু করেছিলেন। (ছবি সৌজন্যে আইপিএল)
2/10২০১৫ সাল নাগাদ রিঙ্কুর পরিবারের পাঁচ লাখ টাকা ধার হয়ে গিয়েছিল। সেইসময় অনূর্ধ্ব-১৯ খেলছিলেন রিঙ্কু। সামান্য যে দৈনিক ভাতা টাকা পেতেন, তা বাঁচিয়ে ধীরে ধীরে ঋণ শোধ করতে শুরু করেছিলেন। (ছবি সৌজন্যে আইপিএল)
২০১৬-১৭ মরশুমে প্রথম শ্রেণির ক্রিকেটের দুনিয়ার আত্মপ্রকাশ হয় রিঙ্কুর। প্রথম মরশুমে ৬৯২ রান করেছিলেন। গড় ছিল ৪৯.৪৩। যদিও নির্বাচকদের নজরে পড়ার জন্য সেটা যথেষ্ট ছিল না। (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম রিঙ্কু সিং)
3/10২০১৬-১৭ মরশুমে প্রথম শ্রেণির ক্রিকেটের দুনিয়ার আত্মপ্রকাশ হয় রিঙ্কুর। প্রথম মরশুমে ৬৯২ রান করেছিলেন। গড় ছিল ৪৯.৪৩। যদিও নির্বাচকদের নজরে পড়ার জন্য সেটা যথেষ্ট ছিল না। (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম রিঙ্কু সিং)
দু'বছর বাদে রিঙ্কুর দুর্দান্ত রঞ্জি মরশুম কেটেছিল। মাত্র ১০ টি ইনিংসে ৯৫৩ রান করেছিলেন। গড় ছিল ১০৫.৮৮। দলের মজবুত শক্তির উপর যে সেই রান করেছিলেন, তা মোটেও নয়। বরং এমন সময় ক্রিজে আসতেন, যখন রীতমতো বেকায়দায় থাকত রাজ্য দল উত্তরপ্রদেশ। সেখান থেকে দলকে টেনে তুলতেন। সবমিলিয়ে সেবারের রঞ্জি ট্রফিতে মোট চারটি শতরান করেছিলেন (অপরাজিত ১৬৩ রান, ১৪৯ রান, ১৪৯ রান এবং ১৫০ রান)। (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম রিঙ্কু সিং)
4/10দু’বছর বাদে রিঙ্কুর দুর্দান্ত রঞ্জি মরশুম কেটেছিল। মাত্র ১০ টি ইনিংসে ৯৫৩ রান করেছিলেন। গড় ছিল ১০৫.৮৮। দলের মজবুত শক্তির উপর যে সেই রান করেছিলেন, তা মোটেও নয়। বরং এমন সময় ক্রিজে আসতেন, যখন রীতমতো বেকায়দায় থাকত রাজ্য দল উত্তরপ্রদেশ। সেখান থেকে দলকে টেনে তুলতেন। সবমিলিয়ে সেবারের রঞ্জি ট্রফিতে মোট চারটি শতরান করেছিলেন (অপরাজিত ১৬৩ রান, ১৪৯ রান, ১৪৯ রান এবং ১৫০ রান)। (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম রিঙ্কু সিং)
২০১৮-১৯ মরশুমে সৌরাষ্ট্রের বিরুদ্ধে কোয়ার্টার-ফাইনালে মাত্র ১৮১ বলে ১৫০ রান করেছিলেন। উত্তরপ্রদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল ৫৫। দ্বিতীয় ইনিংসে অবশ্য প্রথম বলে আউট হয়ে গিয়েছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম রিঙ্কু সিং)
5/10২০১৮-১৯ মরশুমে সৌরাষ্ট্রের বিরুদ্ধে কোয়ার্টার-ফাইনালে মাত্র ১৮১ বলে ১৫০ রান করেছিলেন। উত্তরপ্রদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল ৫৫। দ্বিতীয় ইনিংসে অবশ্য প্রথম বলে আউট হয়ে গিয়েছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম রিঙ্কু সিং)
তারইমধ্যে ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দেন রিঙ্কু। তবে সেখানে তেমন সুযোগ পাননি। চারটি ম্যাচে খেলে ২৯ রান করেছিলেন। পরের দুটি মরশুমে মিলিয়ে মাত্র ছ'টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম রিঙ্কু সিং)
6/10তারইমধ্যে ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দেন রিঙ্কু। তবে সেখানে তেমন সুযোগ পাননি। চারটি ম্যাচে খেলে ২৯ রান করেছিলেন। পরের দুটি মরশুমে মিলিয়ে মাত্র ছ’টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম রিঙ্কু সিং)
২০২১ সালে তো হাঁটুর চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম রিঙ্কু সিং)
7/10২০২১ সালে তো হাঁটুর চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম রিঙ্কু সিং)
তবে এবার ঘরোয়া মরশুমটা দুর্দান্ত কেটেছে রিঙ্কুর। তাঁর হাত ধরেই রঞ্জির কোয়ার্টার ফাইনালে উঠেছে উত্তরপ্রদেশ। তিন ম্যাচে (ছয় ইনিংস) ৩০০ রান করেছেন। সর্বোচ্চ করেছেন অপরাজিত ৭৮ রান। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। (ছবি সৌজন্যে আইপিএল)
8/10তবে এবার ঘরোয়া মরশুমটা দুর্দান্ত কেটেছে রিঙ্কুর। তাঁর হাত ধরেই রঞ্জির কোয়ার্টার ফাইনালে উঠেছে উত্তরপ্রদেশ। তিন ম্যাচে (ছয় ইনিংস) ৩০০ রান করেছেন। সর্বোচ্চ করেছেন অপরাজিত ৭৮ রান। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। (ছবি সৌজন্যে আইপিএল)
সোমবার রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে মাত্র ২৩ বলে অপরাজিত ৪২ রান করেন রিঙ্কু। যে ইনিংসের সৌজন্যে হারের ধারায় ইতি টানতে পেরেছে কেকেআর। ম্যাচের সেরাও হয়েছেন। যা আইপিএলে তাঁর প্রথম ম্যাচের সেরার পুরস্কার। (ছবি সৌজন্যে আইপিএল)
9/10সোমবার রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে মাত্র ২৩ বলে অপরাজিত ৪২ রান করেন রিঙ্কু। যে ইনিংসের সৌজন্যে হারের ধারায় ইতি টানতে পেরেছে কেকেআর। ম্যাচের সেরাও হয়েছেন। যা আইপিএলে তাঁর প্রথম ম্যাচের সেরার পুরস্কার। (ছবি সৌজন্যে আইপিএল)
তারইমধ্যে পেট চালাতে কেরিয়ারের শুরুর দিকে বাড়িতে পরিচারকের কাজ করতে বাধ্য হচ্ছিলেন রিঙ্কু। শেষপর্যন্ত ক্রিকেটকেই বেছে নিয়েছিলেন। সেই সিদ্ধান্তের জন্য আজ আইপিএল দুনিয়ায় তারকা হয়ে উঠেছেন। (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম এবং আইপিএল)
10/10তারইমধ্যে পেট চালাতে কেরিয়ারের শুরুর দিকে বাড়িতে পরিচারকের কাজ করতে বাধ্য হচ্ছিলেন রিঙ্কু। শেষপর্যন্ত ক্রিকেটকেই বেছে নিয়েছিলেন। সেই সিদ্ধান্তের জন্য আজ আইপিএল দুনিয়ায় তারকা হয়ে উঠেছেন। (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম এবং আইপিএল)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.