ব্লকবাস্টার ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এবারের আইপিএল। উদ্বোধনী ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং চেন্নাই সুপার কিংস (সিএসকে)। আগামী ২২ মে হবে গ্রুপ লিগের শেষ ম্যাচ। তবে এখনও প্লে-অফ এবং ফাইনালের সূচি ঘোষণা করা হয়নি।

- IPL 2022 Fixtures: KKR-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু মরশুম ….
- ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে সিগারেট-বিয়ার, MCG-তে কিংবদন্তি ….
- IPL 2022 Fixtures: উদ্বোধনী ম্যাচে CSK-র মুখোমুখি KKR, ….
- ওয়ার্নের ‘শতাব্দীর সেরা বলে’ আউট হন, কিংবদন্তির মৃত্যুত ….

