ফের হারল সানরাইজার্স হায়দরাবাদ। সোমবার লখনউ সুপার জায়ান্টসের কাছে লড়াই করেও ১২ রানে হেরে গেল হায়দরাবাদ। এই নিয়ে তারা প্রথম দুই ম্যাচেই হারল। আর এই ম্যাচ হেরে আইপিএল তালিকার পয়েন্ট টেবলের লাস্টবয় হয়েই থাকল হায়দরাবাদ।
লখনউ সুপার জায়ান্টস আবার সোমবার ম্যাচ জেতায় আইপিএলের পয়েন্ট টেবলে এক ধাপ উপরে উঠে এল। দিল্লি ক্যাপিটালসকে নামিয়ে তারা পাঁচে জায়গা করে নিল। বাকি দলগুলোর অবস্থান অবশ্য একই রয়েছে।
আইপিএল ২০২২-এর আপডেটেড পয়েন্ট টেবল:-
১. রাজস্থান রয়্যালস: ম্যাচ-২, জয়-২, হার-০, পয়েন্ট-৪ (নেট রান-রেট: +২.১০০)
২. কলকাতা নাইট রাইডার্স: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট: +০.৮৪৩)
৩. গুজরাট টাইটানস: ম্যাচ-২, জয়-২, হার-০, পয়েন্ট-৪ (নেট রান-রেট: +০.৪৯৫)
৪. পঞ্জাব কিংস: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট: ০.২৩৮)
৫. লখনউ সুপার জায়ান্টস: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট: +০.১৯৩)
৬. দিল্লি ক্যাপিটালস: ম্যাচ-২, জয়-১, হার-১, পয়েন্ট-২ (নেট রান-রেট: +০.০৬৫)
৭. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ম্যাচ-২, জয়-১, হার-১, পয়েন্ট-২ (নেট রান-রেট: -০.০৪৮)
৮. মুম্বই ইন্ডিয়ান্স: ম্যাচ-২, জয়-০, হার-২, পয়েন্ট-০ (নেট রান-রেট: -১.০২৯)
৯. চেন্নাই সুপার কিংস: ম্যাচ-৩, জয়-০, হার-৩, পয়েন্ট-০ (নেট রান-রেট: -১.২৫১)
১০. সানরাইজার্স হায়দরাবাদ: ম্যাচ-২, জয়-০, হার-২, পয়েন্ট-০ (নেট রান-রেট: -১.৮২৫)
*আইপিএল ২০২২-এর ১২ নম্বর ম্যাচের (লখনউ বনাম হায়দরাবাদ) পর পয়েন্ট টেবলের অবস্থান।