IPL 2022 Playoffs Criteria: অবিশ্বাস্য কিছু করতে পারবে CSK, KKR? কোন অঙ্কে প্লে-অফে যেতে পারে বাকি ৭ দল?

1/10লখনউ সুপার জায়েন্টস: আপাতত ১১ ম্যাচে ১৬ পয়েন্টে আছেন কে এল রাহুলরা। তিনটি ম্যাচ বাকি আছে। একটি ম্যাচ জিতলেই প্লে-অফে পৌঁছে যাবেন। ম্যাচ বাকি আছে গুজরাট টাইটানস (১০ মে), রাজস্থান রয়্যালস (১৫ মে) এবং কলকাতা নাইট রাইডার্সের (১৮ মে) বিরুদ্ধে। (ছবি সৌজন্যে পিটিআই)

গুজরাট টাইটানস: ১১ ম্যাচে গুজরাটের ঝুলিতে আছে ১৬ পয়েন্ট। লখনউয়ের মতো একটি ম্যাচ জিতলেই পাকা হয়ে যায়ে প্লে-অফের টিকিট। আজ লখনউয়ের বিরুদ্ধে জিতলেই শেষ চারে উঠে যাবে। তারপর চেন্নাই সুপার কিংস (১৫ মে) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (১৯ মে) বিরুদ্ধে নামবে। (ছবি সৌজন্যে পিটিআই)
2/10গুজরাট টাইটানস: ১১ ম্যাচে গুজরাটের ঝুলিতে আছে ১৬ পয়েন্ট। লখনউয়ের মতো একটি ম্যাচ জিতলেই পাকা হয়ে যায়ে প্লে-অফের টিকিট। আজ লখনউয়ের বিরুদ্ধে জিতলেই শেষ চারে উঠে যাবে। তারপর চেন্নাই সুপার কিংস (১৫ মে) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (১৯ মে) বিরুদ্ধে নামবে। (ছবি সৌজন্যে পিটিআই)
রাজস্থান রয়্যালস: ১১ ম্যাচে ১৪ পয়েন্ট আছে রাজস্থানের। নেট রানরেট +০.৩২৬। একটি ম্যাচ জিতলেই প্লে-অফে উঠতে পারেন সঞ্জু স্যামসনরা। তবে দুটি ম্যাচে জয় এলে শেষ চারের টিকিট নিশ্চিত হয়ে যাবে। দিল্লি ক্যাপিটালস (১১ মে), লখনউ (১৫ মে) এবং চেন্নাই সুপার কিংসের (২০ মে) বিরুদ্ধে খেলবে। (ছবি সৌজন্যে পিটিআই)
3/10রাজস্থান রয়্যালস: ১১ ম্যাচে ১৪ পয়েন্ট আছে রাজস্থানের। নেট রানরেট +০.৩২৬। একটি ম্যাচ জিতলেই প্লে-অফে উঠতে পারেন সঞ্জু স্যামসনরা। তবে দুটি ম্যাচে জয় এলে শেষ চারের টিকিট নিশ্চিত হয়ে যাবে। দিল্লি ক্যাপিটালস (১১ মে), লখনউ (১৫ মে) এবং চেন্নাই সুপার কিংসের (২০ মে) বিরুদ্ধে খেলবে। (ছবি সৌজন্যে পিটিআই)
রয়্য়াস চ্যাালেঞ্জার্স ব্যাঙ্গালোর: আপাতত ১২ ম্যাচে ১৪ পয়েন্ট আছে। পঞ্জাব কিংস (১৩ মে) এবং গুজরাট টাইটানসের (১৯ মে) বিরুদ্ধে জিতলে ১৮ পয়েন্টে পৌঁছে যেতে পারে। সেটা হলে প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে যাবে। সঙ্গে ভাগ্য ভালো থাকলে প্রথমে দুইয়েও শেষ করতে পারে। তবে দুটি ম্যাচ হেরে আবার নেট রানরেটের দিকে তাকিয়ে থাকতে হতে পারে বিরাট কোহলিদের। আপাতত ব্যাঙ্গালোরের নেট রানরেট -০.১১৫। (ছবি সৌজন্যে পিটিআই)
4/10রয়্য়াস চ্যাালেঞ্জার্স ব্যাঙ্গালোর: আপাতত ১২ ম্যাচে ১৪ পয়েন্ট আছে। পঞ্জাব কিংস (১৩ মে) এবং গুজরাট টাইটানসের (১৯ মে) বিরুদ্ধে জিতলে ১৮ পয়েন্টে পৌঁছে যেতে পারে। সেটা হলে প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে যাবে। সঙ্গে ভাগ্য ভালো থাকলে প্রথমে দুইয়েও শেষ করতে পারে। তবে দুটি ম্যাচ হেরে আবার নেট রানরেটের দিকে তাকিয়ে থাকতে হতে পারে বিরাট কোহলিদের। আপাতত ব্যাঙ্গালোরের নেট রানরেট -০.১১৫। (ছবি সৌজন্যে পিটিআই)
দিল্লি ক্যাপিটালস: আপাতত ১১ ম্যাচে ১০ পয়েন্ট আছে দিল্লির ঝুলিতে। তিন ম্যাচে জিতলেও প্লে-অফে নাও উঠতে পারে। কারণ সর্বোচ্চ ১৬ পয়েন্ট হতে পারে। ১৮ পয়েন্ট বা তার বেশি পয়েন্টে থাকতে পারে চারটি দল। সেই পরিস্থিতিতে ভাগ্যের দিকে তাকিয়ে থাকতে হবে দিল্লিকে। বাকি তিনটি ম্যাচ খেলবে রাজস্থান, পঞ্জাব সুপার কিংস (১৬ মে) এবং মুম্বই ইন্ডিয়ান্সের (২১ মে) বিরুদ্ধে। নেট রানরেট +০.১৫০। ভাগ্য যদি অবিশ্বাস্য রকমের হয়, তাহলে ১৪ পয়েন্ট থাকলেও প্লে-অফে উঠতে পারে। তবে সেটা স্রেফ খাতায়কলমে হিসাব। বাস্তবে কার্যত অসম্ভব। (ছবি সৌজন্যে পিটিআই)
5/10দিল্লি ক্যাপিটালস: আপাতত ১১ ম্যাচে ১০ পয়েন্ট আছে দিল্লির ঝুলিতে। তিন ম্যাচে জিতলেও প্লে-অফে নাও উঠতে পারে। কারণ সর্বোচ্চ ১৬ পয়েন্ট হতে পারে। ১৮ পয়েন্ট বা তার বেশি পয়েন্টে থাকতে পারে চারটি দল। সেই পরিস্থিতিতে ভাগ্যের দিকে তাকিয়ে থাকতে হবে দিল্লিকে। বাকি তিনটি ম্যাচ খেলবে রাজস্থান, পঞ্জাব সুপার কিংস (১৬ মে) এবং মুম্বই ইন্ডিয়ান্সের (২১ মে) বিরুদ্ধে। নেট রানরেট +০.১৫০। ভাগ্য যদি অবিশ্বাস্য রকমের হয়, তাহলে ১৪ পয়েন্ট থাকলেও প্লে-অফে উঠতে পারে। তবে সেটা স্রেফ খাতায়কলমে হিসাব। বাস্তবে কার্যত অসম্ভব। (ছবি সৌজন্যে পিটিআই)
সানরাইজার্স হায়দরাবাদ: দিল্লির মতো ১১ ম্যাচ খেলে ১০ পয়েন্টে আছে। তবে নেট রানরেট (-০.০৩১) কম থাকায় দিল্লির থেকেও চাপ বেশি আছে সানরাইজার্সের উপর। বাকি তিন ম্যাচে (কেকেআর, মুম্বই এবং পঞ্জাব) জিততে তো হবেই। সঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকে। ভাগ্য যদি অবিশ্বাস্য রকমের হয়, তাহলে ১৪ পয়েন্ট থাকলেও প্লে-অফে উঠতে পারে। তবে সেটা স্রেফ খাতায়কলমে হিসাব। বাস্তবে কার্যত অসম্ভব। (ছবি সৌজন্যে পিটিআই)
6/10সানরাইজার্স হায়দরাবাদ: দিল্লির মতো ১১ ম্যাচ খেলে ১০ পয়েন্টে আছে। তবে নেট রানরেট (-০.০৩১) কম থাকায় দিল্লির থেকেও চাপ বেশি আছে সানরাইজার্সের উপর। বাকি তিন ম্যাচে (কেকেআর, মুম্বই এবং পঞ্জাব) জিততে তো হবেই। সঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকে। ভাগ্য যদি অবিশ্বাস্য রকমের হয়, তাহলে ১৪ পয়েন্ট থাকলেও প্লে-অফে উঠতে পারে। তবে সেটা স্রেফ খাতায়কলমে হিসাব। বাস্তবে কার্যত অসম্ভব। (ছবি সৌজন্যে পিটিআই)
কলকাতা নাইট রাইডার্স: ১২ ম্যাচে পয়েন্ট ১০। নেট রানরেট -০.০৫৭। বাকি দুটি ম্যাচে (সানরইজার্স এবং লখনউ) জিতলেও কেকেআরের প্লে-অফের টিকিট নিশ্চিত হবে না। তবে ভেন্টিলেশন বন্ধ হয়ে যাওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, সেটা হল না। চালু থাকল কেকেআরের ভেন্টিলেশন। সর্বোচ্চ পয়েন্ট ১৪ হতে পারে। সেই পরিস্থিতিতে প্রচুর ‘যদি, কিন্তু’-র উপর নির্ভর করতে হবে। চারে শেষ করতে গেলেও কেকেআরের পক্ষে এতগুলি ম্যাচের ফলাফল যেতে হবে যে চাঁদে ঘুরে আসার পরিকল্পনাও করতে পারে নাইট ব্রিগেড। (ছবি সৌজন্যে পিটিআই)
7/10কলকাতা নাইট রাইডার্স: ১২ ম্যাচে পয়েন্ট ১০। নেট রানরেট -০.০৫৭। বাকি দুটি ম্যাচে (সানরইজার্স এবং লখনউ) জিতলেও কেকেআরের প্লে-অফের টিকিট নিশ্চিত হবে না। তবে ভেন্টিলেশন বন্ধ হয়ে যাওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, সেটা হল না। চালু থাকল কেকেআরের ভেন্টিলেশন। সর্বোচ্চ পয়েন্ট ১৪ হতে পারে। সেই পরিস্থিতিতে প্রচুর ‘যদি, কিন্তু’-র উপর নির্ভর করতে হবে। চারে শেষ করতে গেলেও কেকেআরের পক্ষে এতগুলি ম্যাচের ফলাফল যেতে হবে যে চাঁদে ঘুরে আসার পরিকল্পনাও করতে পারে নাইট ব্রিগেড। (ছবি সৌজন্যে পিটিআই)
পঞ্জাব কিংস: ১১ ম্যাচে পয়েন্ট ১০। ব্যাঙ্গালোর, দিল্লি এবং সানরাইজার্সের বিরুদ্ধে খেলবে। তিনটি ম্যাচে জিতলে প্লে-অফে যাওয়ার কিছুটা সুযোগ হতে পারে। তাতে দিল্লি, সানরাইজার্সের থেকেও কাজটা কঠিন হবে। কারণ পঞ্জাবের নেট রানরেট আরও খারাপ (-০.২৩১)। (ছবি সৌজন্যে পিটিআই)
8/10পঞ্জাব কিংস: ১১ ম্যাচে পয়েন্ট ১০। ব্যাঙ্গালোর, দিল্লি এবং সানরাইজার্সের বিরুদ্ধে খেলবে। তিনটি ম্যাচে জিতলে প্লে-অফে যাওয়ার কিছুটা সুযোগ হতে পারে। তাতে দিল্লি, সানরাইজার্সের থেকেও কাজটা কঠিন হবে। কারণ পঞ্জাবের নেট রানরেট আরও খারাপ (-০.২৩১)। (ছবি সৌজন্যে পিটিআই)
চেন্নাই সুপার কিংস: চেন্নাই কার্যত কেকেআরের জায়গায় আছে। আপাতত ১১ ম্যাচে পয়েন্ট আট। বাকি তিনটি ম্যাচ জিতলে সর্বোচ্চ ১৪ পয়েন্ট হতে পারে। কেকেআরের মতোই এতগুলি ম্যাচের ফলাফল সিএসকের পক্ষে যেতে হবে যে চাঁদে ঘুরে আসার পরিকল্পনাও করতে পারেন মহেন্দ্র সিং ধোনিরা। তবে কেকেআরের থেকে নেট রানরেট ভালো। (ছবি সৌজন্যে পিটিআই)
9/10চেন্নাই সুপার কিংস: চেন্নাই কার্যত কেকেআরের জায়গায় আছে। আপাতত ১১ ম্যাচে পয়েন্ট আট। বাকি তিনটি ম্যাচ জিতলে সর্বোচ্চ ১৪ পয়েন্ট হতে পারে। কেকেআরের মতোই এতগুলি ম্যাচের ফলাফল সিএসকের পক্ষে যেতে হবে যে চাঁদে ঘুরে আসার পরিকল্পনাও করতে পারেন মহেন্দ্র সিং ধোনিরা। তবে কেকেআরের থেকে নেট রানরেট ভালো। (ছবি সৌজন্যে পিটিআই)
বাস্তবে যা পরিস্থিতি, তাতে প্লে-অফে যাওয়া কার্যত নিশ্চিত লখনউ, গুজরাট, রাজস্থান এবং ব্যাঙ্গালোরের। বড় কোনও অঘটন ঘটলে দিল্লি এবং হায়দরাবাদ কিছুটা দৌড়ে থাকতে পারে। কেকেআর এবং সিএসকে স্রেফ হিসাবের খাতায় টিকে আছে।  (ছবি সৌজন্যে পিটিআই)
10/10বাস্তবে যা পরিস্থিতি, তাতে প্লে-অফে যাওয়া কার্যত নিশ্চিত লখনউ, গুজরাট, রাজস্থান এবং ব্যাঙ্গালোরের। বড় কোনও অঘটন ঘটলে দিল্লি এবং হায়দরাবাদ কিছুটা দৌড়ে থাকতে পারে। কেকেআর এবং সিএসকে স্রেফ হিসাবের খাতায় টিকে আছে।  (ছবি সৌজন্যে পিটিআই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.