এ বারের আইপিএল মরশুমের শুরুটা তুখড়ভাবে করেছেন যুজবেন্দ্র চাহাল। নিজের নতুন ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম চার ম্যাচেই ১১ উইকেট নিয়ে ‘পার্পেল ক্যাপ’র (সর্বোচ্চ উইকেটশিকারী) মালিক এখন চাহালই। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচেই ‘পার্পেল ক্যাপ’ নিজের নামে করেন চাহাল। এই ম্যাচেই এক নজির গড়ে ফেললেন তিনি।
লখনউয়ের বিরুদ্ধে ৪১ রানের বিনিময়ে চার উইকেট নেন চাহাল। স্বাভাবিকভাবেই এমন দুর্দান্ত পারফরম্যান্সের জেরে তিনিই ম্যাচ সেরা হয়েছেন। এই ম্যাচেই আবার ১৫০ আইপিএল উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন চাহাল। মাত্র ষষ্ঠ বোলার হিসাবে আইপিএলে ১৫০ উইকেট নিলেন চাহাল। চাহালের আগে ভারতীয়দের মধ্যে হরভজন সিং (১৫০ উইকেট), অমিত মিশ্র (১৬৬ উইকেট) ও পীযুষ চাওলাও (১৫৭ উইকেট) ১৫০ বা তার অধিক আইপিএল উইকেট নিয়েছেন। বিদেশিদের মধ্যে এই কৃতিত্ব রয়েছে শুধু লসিথ মালিঙ্গা (১৭০ উইকেট) ও ডোয়েন ব্র্যাভোর (১৭৩ উইকেট)।
ঘটনাক্রমে দ্রুততম ভারতীয় হিসাবে এই মাইলফলক স্পর্শ করলেন যুজবেন্দ্র চাহাল। তিনি মাত্র ১১৮টি ম্যাচ খেলেই ১৫০ উইকেট নিয়ে ফেললেন। তিনি অমিত মিশ্রর নজির ভাঙলেন। অমিত ১৪০ ম্যাচে ১৫০ উইকেট নিয়েছিলেন। চাওলা ১৫৬তম ও হরভজন ১৫৯তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন। তবে সব মিলিয়ে তিনি দ্বিতীয় দ্রততম হিসাবে এই নজির গড়লেন। মালিঙ্গা মাত্র ১০৫ ম্যাচে এই মাইলফলকে পৌঁছেছিলেন। ব্র্যাভো পৌঁছন ১৩৭তম ম্যাচে। এই নজির চাহালের উইকেট নেওয়ার দক্ষতাটা আবারও সকলের সামনে স্পষ্ট করে দেয়।