একেই তো দল হেরেই চলেছে, তার উপর দলের অধিনায়ক তথা তারকা ওপেনার রোহিত শর্মার ব্যাটেও বড় রানের দেখা নেই। সব মিলিয়ে এ মরশুমের শুরুটা একেবারে দুঃস্বপ্নের মতো করেছে মুম্বই ইন্ডিয়ান্স। দলের এমন দারুণ ব্যর্থতার দিনেও আশ্বস্ত কোচ মাহেলা জয়বর্ধনে।
রোহিতের ব্যাটিং বিষয়ে মন্তব্য করতে গিয়ে জয়বর্ধনের দাবি, ‘ও যেভাবে ইনিংস শুরু করে, যেভাবে হিট করে, তা দারুণ। ও কয়েকটা দারুণ দারুণ স্টার্টের পর ব্যর্থ হচ্ছে। এই নিয়ে ও নিজেও হতাশ। তবে অতীতে তো আমরা রোহিত শর্মাকে ১৪-১৫ ওভার অবধি ব্যাট করে বড় রান করতে বহুবার দেখেছি। (ওর বড় রান করা) স্রেফ সময়ের অপেক্ষা। ও একজন কোয়ালিটি খেলোয়াড় এবং সত্যি বলতে ওর ফর্ম নিয়ে আমি তেমন চিন্তিত নই।’
বেশ কয়েক মরশুম ধরেই ক্যাপ্টেন রোহিত ভাল করলেও, আইপিএলে ব্যাটার রোহিতের ফর্ম আহামরি কিছু নয়। এই মরশুমেও পাঁচ ম্যাচ হয়ে গেলেও, একটিও অর্ধশতরান নেই রোহিতের ঝুলিতে। মাত্র ২১.৬০-র গড়ে পাঁচ ম্যাচে ১০৮ রান করেছেন রোহিত। পঞ্জাব ম্য়াচেও ১৭ বলে ২৮ রান করে শুরুটা একেবারে দারুণভাবে করেছিলেন রোহিত। তবে সাম্প্রতিক সময়ের ধারা বজায় রেখে ফের একবার বড় রান করতে ব্যর্থ তিনি। শেষমেশ মুম্বইও ১২ রানে ম্যাচ হেরে যায়। দলের ভাগ্যবদলের জন্য কিন্তু ব্যাটার রোহিতের দ্রুত ফর্মে ফেরাটা ভীষণ জরুরি।