IPL 2022: বারো বছরে নবম IPL দলে যোগ! KKR-র ফিঞ্চের এমন ‘নজিরে’ ট্রোল করেছিলেন অজি অধিনায়কই

1/11বারো বছরে নবম IPL দলে যোগ ফিঞ্চের! এমন ‘নজিরে’ ট্রোল করেছিলেন অজি অধিনায়কই। (ছবি সৌজন্যে আইপিএল এবং কেকেআর)

২০১০ সালে রাজস্থান রয়্যালসে খেলেছিলেন ফিঞ্চ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
2/11২০১০ সালে রাজস্থান রয়্যালসে খেলেছিলেন ফিঞ্চ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
২০১১-১২ সালে ফিঞ্চ খেলেছিলেন দিল্লি ডেয়ারডেভিলসে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
3/11২০১১-১২ সালে ফিঞ্চ খেলেছিলেন দিল্লি ডেয়ারডেভিলসে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
২০১৩ সালে পুণে ওয়ারির্সে খেলেছিলেন ফিঞ্চ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
4/11২০১৩ সালে পুণে ওয়ারির্সে খেলেছিলেন ফিঞ্চ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদে খেলেছিলেন ফিঞ্চ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
5/11২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদে খেলেছিলেন ফিঞ্চ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছিলেন ফিঞ্চ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
6/11২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছিলেন ফিঞ্চ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
২০১৬-১৭ সালে গুজরাট লায়নসে খেলেছিলেন ফিঞ্চ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
7/11২০১৬-১৭ সালে গুজরাট লায়নসে খেলেছিলেন ফিঞ্চ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
২০১৮ সালে কিংস ইলেভন পঞ্জাবে (বর্তমানের পঞ্জাব কিংস) খেলেছিলেন ফিঞ্চ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
8/11২০১৮ সালে কিংস ইলেভন পঞ্জাবে (বর্তমানের পঞ্জাব কিংস) খেলেছিলেন ফিঞ্চ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
২০২০ সালে খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলোরে। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)
9/11২০২০ সালে খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলোরে। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)
এবার ২০২২ সালে হেলসের পরিবর্তে কেকেআরে যোগ দিলেন ফিঞ্চ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
10/11এবার ২০২২ সালে হেলসের পরিবর্তে কেকেআরে যোগ দিলেন ফিঞ্চ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
এমনকী ২০১৮ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় রোহিত শর্মাকে স্লেজিংয়ের সময় তৎকালীন অজি অধিনায়ক বলেছিলেন, 'যদি রোহিত ছক্কা মারেন, তাহলে ফিঞ্চ মুম্বই ইন্ডিয়ান্সে যাবে। তুমি (ফিঞ্চ) সব দলে খেলেছ।' পালটা ফিঞ্চ বলেছিলেন, 'বেঙ্গালুরু ছাড়া।' (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
11/11এমনকী ২০১৮ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় রোহিত শর্মাকে স্লেজিংয়ের সময় তৎকালীন অজি অধিনায়ক বলেছিলেন, ‘যদি রোহিত ছক্কা মারেন, তাহলে ফিঞ্চ মুম্বই ইন্ডিয়ান্সে যাবে। তুমি (ফিঞ্চ) সব দলে খেলেছ।’ পালটা ফিঞ্চ বলেছিলেন, ‘বেঙ্গালুরু ছাড়া।’ (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.