IPL 2022: ‘ডাবল সেঞ্চুরি’ পূর্ণ করে নেতৃত্বের ব্যাটন হাতে পেলেন জাদেজা, আইপিএলে সব থেকে দীর্ঘ প্রতীক্ষার অবসান

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ম্যাচ অপেক্ষা করার পরে অবশেষে নেতৃত্বের ব্যাটন হাতে পেলেন রবীন্দ্র জাদেজা। ২০০৮-এর উদ্বোধনী মরশুম থেকেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগের সঙ্গে জড়িয়ে রয়েছেন জাদেজা। ইতিমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ২০০ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। তবে কখনও ক্যাপ্টেন হিসেবে মাঠে নামা হয়নি তাঁর।

এবার আইপিএল ২০২২ শুরুর ঠিক আগে চেন্নাই সুপার কিংসের নতুন ক্যাপ্টেন নির্বাচিত হন জাদেজা। স্বয়ং ধোনি তাঁর হাতে চেন্নাইয়ের নেতৃত্বের দায়ভার তুলে দেন। ম্যাচের নিরিখে ডাবল সেঞ্চুরি করার পরে শেষমেশ ক্যাপ্টেন্সির রঙিন পালক যোগ হয় তারকা অল-রাউন্ডারের মুকুটে।

কখনও কোনও দলকে নেতৃত্ব দেওয়া ছাড়া আইপিএলে সব থেকে বেশি ম্যাচ খেলেছেন জাদেজাই। এই নিরিখে তাঁর পিছনে রয়েছেন রবীন উথাপ্পা। তিনি আইপিএলে ১৯৩টি ম্যাচে মাঠে নামেন। তবে কখনও নেতৃত্ব দেওয়া হয়নি। এবি ডি’ভিলিয়র্স ১৮৪টি ম্যাচে মাঠে নেমেছেন সাধারণ ক্রিকেটার হিসেবে। নেতা হওয়া হয়নি তাঁরও। আম্বাতি রায়াড়ু ১৭৫টি ও ইউসুফ পাঠান আইপিএল ১৭৪টি ম্যাচে মাঠে নেমেও কখনও নেতৃত্ব দেননি কোনও দলকে।

উল্লেখ্য, চেন্নাই সুপার কিংস ছাড়াও আইপিএলে জাদেজা রাজস্থান রয়্যালস, কোচি টাস্কার্স কেরালা ও গুজরাট লায়ন্সের হয়ে মাঠে নেমেছেন। তিনি মোট ২৩৮৬ রান সংগ্রহ করেছেন। উইকেট নিয়েছেন ১২৭টি। ক্যাচ ধরেছেন ৮১টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.