IPL 2022: লোকেশ রাহুল থেকে, টিম ডেভিড, বিশাল মূল্যের এই ১০ তারকার উপর থাকবে বাড়তি নজর

1/10আইপিএল ইতিহাসের সর্বকালের সর্বাধিক মূল্য, ১৭ কোটি টাকায় নিলামের আগেই লোকেশ রাহুলকে দলে নিয়ে নেয় লখনউ সুপার জায়ান্টস। ভারতীয় দলের সহ-অধিনায়ক, গত মরশুমের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ, সব মিলিয়ে কেন লোকেশ রাহুলের উপর গোটা দেশের নজর থাকাটা খুবই স্বাভাবিক।

এ মরশুমে মেগা নিলামের আগে থেকেই ধরা হচ্ছিল ইশান কিষাণই হয়তো সর্বোচ্চ দামে বিক্রি হতে পারেন। সেই পূর্বাভাস সত্যি করে এ মরশুমের নিলামে সর্বোচ্চ মূল্য ১৫.২৫ কোটি টাকায় ইশান কিষাণকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে বিরাট মূল্যের সঙ্গে সঙ্গে আসে বাড়তি চাপও। এত দামে বিক্রি হওয়ার ফলেই আরও বেশি করে ইশান কিষাণের উপর সবাই নজর রাখবেন।
2/10এ মরশুমে মেগা নিলামের আগে থেকেই ধরা হচ্ছিল ইশান কিষাণই হয়তো সর্বোচ্চ দামে বিক্রি হতে পারেন। সেই পূর্বাভাস সত্যি করে এ মরশুমের নিলামে সর্বোচ্চ মূল্য ১৫.২৫ কোটি টাকায় ইশান কিষাণকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে বিরাট মূল্যের সঙ্গে সঙ্গে আসে বাড়তি চাপও। এত দামে বিক্রি হওয়ার ফলেই আরও বেশি করে ইশান কিষাণের উপর সবাই নজর রাখবেন।
এ মরশুমের অন্যতম দামী খেলোয়াড় শ্রেয়স আইয়ার। ১২.২৫ কোটিতে শ্রেয়স কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েছেন। নতুন ফ্রাঞ্চাইজিতে অধিনায়কও হয়েছেন তিনি। সম্প্রতি টি-টোয়েন্টি হোক বা টেস্ট, ভারতের হয়ে কথা বলেছে শ্রেয়সের ব্যাট। আসন্ন মরশুমে শুধু ব্যাটার নন, অধিনায়ক শ্রেয়সও কেমন করেন, সেই দিকে সকলের নজর থাকবে।
3/10এ মরশুমের অন্যতম দামী খেলোয়াড় শ্রেয়স আইয়ার। ১২.২৫ কোটিতে শ্রেয়স কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েছেন। নতুন ফ্রাঞ্চাইজিতে অধিনায়কও হয়েছেন তিনি। সম্প্রতি টি-টোয়েন্টি হোক বা টেস্ট, ভারতের হয়ে কথা বলেছে শ্রেয়সের ব্যাট। আসন্ন মরশুমে শুধু ব্যাটার নন, অধিনায়ক শ্রেয়সও কেমন করেন, সেই দিকে সকলের নজর থাকবে।
গত মরশুমে পঞ্জাবের হয়ে খেলে নিকোলস পুরান মাত্র ৭.৭৫ গড়ে মাত্র ৮৫ রান করেছিলেন। তারপরেও তাঁকে ১০.৭৫ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদ কেনার অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। তবে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লাগাতার তিন ম্যাচে অর্ধশতরান করে নিজের জাত চিনিয়েছেন পুরান। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের দিকে কিন্তু অনেকেই লক্ষ্য রাখবেন। 
4/10গত মরশুমে পঞ্জাবের হয়ে খেলে নিকোলস পুরান মাত্র ৭.৭৫ গড়ে মাত্র ৮৫ রান করেছিলেন। তারপরেও তাঁকে ১০.৭৫ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদ কেনার অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। তবে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লাগাতার তিন ম্যাচে অর্ধশতরান করে নিজের জাত চিনিয়েছেন পুরান। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের দিকে কিন্তু অনেকেই লক্ষ্য রাখবেন। 
পুরানের মতো হার্ষাল প্যাটেলও এবার ১০.৭৫ কোটি টাকায় বিক্রি হয়েছেন। তাঁকে পুনরায় দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত মরশুমের পার্পেল ক্যাপ উইনারের উপর সকলের নজর থাকতে বাধ্য।
5/10পুরানের মতো হার্ষাল প্যাটেলও এবার ১০.৭৫ কোটি টাকায় বিক্রি হয়েছেন। তাঁকে পুনরায় দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত মরশুমের পার্পেল ক্যাপ উইনারের উপর সকলের নজর থাকতে বাধ্য।
হার্ষার পরে গত মরশুমে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন আবেশ খান। ২৪ উইকেট নিয়েছিলেন তিনি। তাঁর দুর্ধর্ষ আইপিএল পারফরম্যান্স তাঁকে জাতীয় দলেও জায়গা করে দেয়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আবেশের উপর বিশেষ নজর থাকবে।
6/10হার্ষার পরে গত মরশুমে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন আবেশ খান। ২৪ উইকেট নিয়েছিলেন তিনি। তাঁর দুর্ধর্ষ আইপিএল পারফরম্যান্স তাঁকে জাতীয় দলেও জায়গা করে দেয়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আবেশের উপর বিশেষ নজর থাকবে।
৯ কোটি টাকায় শাহরুখ খানকে দলে ফেরায় পঞ্জাব কিংস। গত মরশুমে তুলনামূলক অপরিচিত ছিলেন শাহরুখ। তবে বিগত এক বছরে ভারতীয় ক্রিকেটে তাঁর কাঁধ বেড়েছে। রঞ্জিতেও সম্প্রতি দুর্ধর্ষ ১৯৪ রানের একটি ইনিংস খেলেছেন শাহরুখ। এবার পঞ্জাব মিডল অর্ডারে তাঁর দিকে কিন্তু বিশেষ নজর থাকবে।
7/10৯ কোটি টাকায় শাহরুখ খানকে দলে ফেরায় পঞ্জাব কিংস। গত মরশুমে তুলনামূলক অপরিচিত ছিলেন শাহরুখ। তবে বিগত এক বছরে ভারতীয় ক্রিকেটে তাঁর কাঁধ বেড়েছে। রঞ্জিতেও সম্প্রতি দুর্ধর্ষ ১৯৪ রানের একটি ইনিংস খেলেছেন শাহরুখ। এবার পঞ্জাব মিডল অর্ডারে তাঁর দিকে কিন্তু বিশেষ নজর থাকবে।
ঘরোয়া ক্রিকেটের অন্যতম ধারাবাহিক পারফরমার রাহুল ত্রিপাঠী। গত মরশুমে তিনি নাইটদের হয়ে ১৪ ম্যাচে ১৪৬.৪০-র স্ট্রাইক রেটে মোট ৩৯৪ রান করেছিলেন। এবার তাঁকে ৮.৫ কোটি টাকার বিশাল মূল্যে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। তাঁর উপর কিন্তু সানরাইজার্সরা অনেকটা নির্ভর করছেন।
8/10ঘরোয়া ক্রিকেটের অন্যতম ধারাবাহিক পারফরমার রাহুল ত্রিপাঠী। গত মরশুমে তিনি নাইটদের হয়ে ১৪ ম্যাচে ১৪৬.৪০-র স্ট্রাইক রেটে মোট ৩৯৪ রান করেছিলেন। এবার তাঁকে ৮.৫ কোটি টাকার বিশাল মূল্যে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। তাঁর উপর কিন্তু সানরাইজার্সরা অনেকটা নির্ভর করছেন।
নিলামে টিম ডেভিডকে নিয়ে একাধিক দলের মধ্যে বিশাল দর কষাকষি হয়। অবশেষে ৮.২৫ কোটিতে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন টিম। গতবার আরসিবির হয়ে তেমন সুযোগ না পেলেও এবারের পিএসলে আগুন উগড়েছে টিমের ব্যাট। ১১ ম্যাচে ৩৯.৭১-র গড়ে ও ১৯৪.৪-র স্ট্রাইক রেটে ২৭৮ রান করেছিলেন টিম। তাঁর ব্যাট হাতে দক্ষতা কিন্তু মুম্বইয়ের হয়ে পার্থক্য গড়ে দিতে পারে।
9/10নিলামে টিম ডেভিডকে নিয়ে একাধিক দলের মধ্যে বিশাল দর কষাকষি হয়। অবশেষে ৮.২৫ কোটিতে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন টিম। গতবার আরসিবির হয়ে তেমন সুযোগ না পেলেও এবারের পিএসলে আগুন উগড়েছে টিমের ব্যাট। ১১ ম্যাচে ৩৯.৭১-র গড়ে ও ১৯৪.৪-র স্ট্রাইক রেটে ২৭৮ রান করেছিলেন টিম। তাঁর ব্যাট হাতে দক্ষতা কিন্তু মুম্বইয়ের হয়ে পার্থক্য গড়ে দিতে পারে।
টিম ডেভিডের মতো ওয়ানিন্দু হাসারাঙ্গাও আরসিবি দলেই ছিলেন গত মরশুমে। কিন্তু মাত্র দুই ম্যাচে ব্যাট ও বল হাতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হন। তা সত্ত্বেও ১০.৭৫ কোটিতে তাঁকে পুনরায় দলে ফিরিয়েছে আরসিবি। তাঁর কারণ হল গত মরশুমের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পারফরম্যান্স। শ্রীলঙ্কান এই অলরাউন্ডারের দিকে বহু ক্রিকেট ভক্তের নজর থাকবে।
10/10টিম ডেভিডের মতো ওয়ানিন্দু হাসারাঙ্গাও আরসিবি দলেই ছিলেন গত মরশুমে। কিন্তু মাত্র দুই ম্যাচে ব্যাট ও বল হাতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হন। তা সত্ত্বেও ১০.৭৫ কোটিতে তাঁকে পুনরায় দলে ফিরিয়েছে আরসিবি। তাঁর কারণ হল গত মরশুমের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পারফরম্যান্স। শ্রীলঙ্কান এই অলরাউন্ডারের দিকে বহু ক্রিকেট ভক্তের নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.