IPL 2022: ‘বোতল ম্যান’, ‘রোমিও জুলিয়েটের থেকেও ভালো লাভ স্টোরি’- ট্রোলের মুখে রিঙ্কু ও KKR

কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আবারও ফিরেছেন রিঙ্কু সিং। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলের মুখে পড়ল নাইট কর্তৃপক্ষ এবং উত্তরপ্রদেশের বাঁ-হাতি ব্যাটার। রিঙ্কুকে ‘লর্ড’, ‘বোতল বয়ে নিয়ে যাওয়ার খেলোয়াড়’ হিসেবে কটাক্ষ করেছেন অনেকেই। কেউ কেউ আবার তাঁর পাশেও দাঁড়িয়েছেন।

এবারের আইপিএলের নিলামে রিঙ্কুকে ৫৫ লাখ টাকায় নিয়েছে কেকেআর। যিনি দীর্ঘদিন দলে থাকলেও প্রথম একাদশে সেভাবে সুযোগ পাননি। তবে তাঁকে ফের কেকেআর নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন রিঙ্কু। কেকেআরের ফেসবুকে পোস্ট করা ভিডিয়োয় রিঙ্কুকে বলতে শোনা গিয়েছে, ‘নমস্কার কেকেআর ফ্যানেরা, আমি রিঙ্কু সিং। আমি অত্যন্ত আনন্দিত যে আমি আবারও কেকেআরে খেলব। করব, লড়ব, জিতব রে।’ট্রেন্ডিং স্টোরিজ

সেই ভিডিয়ো পোস্টের পরই রিঙ্কু এবং কেকেআর ম্যানেজমেন্টকে ট্রোল করেছেন নেটিজেনদের একাংশ। এক ব্যক্তি বলেন, ‘কেকেআর ম্যানেজমেন্টের তরফে স্যার রিঙ্কু সিংকে দেওয়া ভ্যালেন্টাইস ডে’র নিখুঁত উপহার।’ এক নেটিজেন বলেন, ‘বছরের সেরা ক্রয় – রাহানে এবং রিঙ্কু। এটা শুধুমাত্র কেকেআরে সম্ভব।’ অপর এক ব্যক্তি বলেন, ‘বেঙ্কি মাইসোর এবং লর্ড রিঙ্কু – রোমিও জুলিয়েটের থেকেও ভালো প্রেমের কাহিনি।’ অপর একজন বলেন, ‘কেকেআরে পরিবারে স্বাগত ওয়াটার বয়।’ এক নেটিজেন বলেন, ‘সেরা ক্রয়। আমাদের বোতল গাই (বোতল নিয়ে যাওয়ার লোক)।’ তাতে আবার এক ব্যক্তি বলেন, ‘রিঙ্কু হলেন আমাদের তৃষ্ণা মেটানোর বাহক।’

তবে কেউ কেউ রিঙ্কু এবং কেকেআর ম্যানেজমেন্টের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের মতে, হাতে যে টাকা ছিল এবং বাঁ-হাতি ব্যাটারের প্রয়োজনীয়তার নিরিখে রিঙ্কুকে নিয়ে ভালো কাজ করেছে কেকেআর। এক নেটিজেন বলেন, ‘রিঙ্কুকে কেনা নিয়ে হাসাহাসি করার আগে ২০২১-২২ সালের ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যান খুঁটিয়ে দেখা উচিত লোকজনের। বিজয় হাজারে (ট্রফিতে) ছয় ইনিংসে রিঙ্কু ৩৭৯ রান করেছেন। স্ট্রাইক রেট ছিল ৮৯। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে পাঁচ ইনিংসে ১৮৭ রান করেছেন। স্ট্রাইক রেট ১৪৬। এখনও পর্যন্ত কেকেআরে তাঁকে ভালোভাবে ব্যবহার করেনি। নিজেকে প্রমাণ করার তেমন সুযোগ পাননি রিঙ্কু।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.