IPL 2022: কমলা টুপির তালিকায় বড় রদ বদল,শীর্ষে সেই বাটলারই, দশে নেই KKR-এর কেউ

1/6রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাত্র ১১ বলে ১৩ রান করেও অরেঞ্জ ক্যাপের তালিকায় এক নম্বর জায়গাই ধরে রেখেছেন জস বাটলার। ৪ ম্যাচে চাঁর সংগ্রহ ২১৮ রান। সর্বোচ্চ ১০০। গড় ৭২.৬৭। স্ট্রাইকরেট ১৪১.৫৫। ছবি: এএনআই

কুইন্টন ডি'কক আবার রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩২ বলে ৩৯ রান করেছেন। সেই সঙ্গে তিনি অরেঞ্জ ক্যাপের তালিকায় উঠে এসেছেন দুইয়ে। ৫ ম্যাচে তাঁর সংগ্রহ ১৮৮ রান। সর্বোচ্চ ৮০। গড় ৩৭.৬০। স্ট্রাইকরেট ১৩২.৩৯। ছবি: পিটিআই
2/6কুইন্টন ডি’কক আবার রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩২ বলে ৩৯ রান করেছেন। সেই সঙ্গে তিনি অরেঞ্জ ক্যাপের তালিকায় উঠে এসেছেন দুইয়ে। ৫ ম্যাচে তাঁর সংগ্রহ ১৮৮ রান। সর্বোচ্চ ৮০। গড় ৩৭.৬০। স্ট্রাইকরেট ১৩২.৩৯। ছবি: পিটিআই
শুভমন গিলও ভালো ছন্দে রয়েছেন। ৩ ম্যাচে ১৮০ রান করে তিনে জায়গা করে নিয়েছেন। সর্বোচ্চ ৯৬ রান। গড় ৬০.০০। স্ট্রাইকরেট ১৬৬.৬৬। ছবি: পিটিআই
3/6শুভমন গিলও ভালো ছন্দে রয়েছেন। ৩ ম্যাচে ১৮০ রান করে তিনে জায়গা করে নিয়েছেন। সর্বোচ্চ ৯৬ রান। গড় ৬০.০০। স্ট্রাইকরেট ১৬৬.৬৬। ছবি: পিটিআই
ইশান কিষাণ নেমে এসেছেন চারে। তিনি ৪ ম্যাচে ১৭৫ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ৮১। গড় ৫৮.৩৩। স্ট্রাইকরেট ১২৫.০০। ছবি: পিটিআই
4/6ইশান কিষাণ নেমে এসেছেন চারে। তিনি ৪ ম্যাচে ১৭৫ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ৮১। গড় ৫৮.৩৩। স্ট্রাইকরেট ১২৫.০০। ছবি: পিটিআই
শিমরন হেতমায়ের লখনউয়ের বিরুদ্ধে অপরাজিত ৩৬ বলে ৫৯ করে অরেঞ্জ ক্যাপের তালিকায় উঠে এসেছেন চারে। তাঁর সর্বোচ্চ অপরাজিত ৫৯ রানই। ৪ ম্যাচে তিনি করেছেন ১৬৮ রান। গড় ৮৪.০০। স্ট্রাইকরেট ১৭৮.৭২। ছবি: পিটিআই
5/6শিমরন হেতমায়ের লখনউয়ের বিরুদ্ধে অপরাজিত ৩৬ বলে ৫৯ করে অরেঞ্জ ক্যাপের তালিকায় উঠে এসেছেন চারে। তাঁর সর্বোচ্চ অপরাজিত ৫৯ রানই। ৪ ম্যাচে তিনি করেছেন ১৬৮ রান। গড় ৮৪.০০। স্ট্রাইকরেট ১৭৮.৭২। ছবি: পিটিআই
৪ ম্যাচে ১৬২ রান করে লিয়াম লিভিংস্টোন রয়েছেন ছয়ে। পৃথ্বী শ' ৪ ম্যাচে ১৬০ রান করে রয়েছেন সাতে। দীপক হুডা ৫ ম্যাচে ১৫৫ করে রয়েছেন আটে। ফ্যাফ ডু'প্লেসি ৪ ম্যাচে ১৩৮ করে রয়েছেন নয়ে। আর কেএল রাহুল ৫ ম্যাচে ১৩২ করে রয়েছেন দশে। এই তালিকায় প্রথম দশে নাইটদের কোনও প্লেয়ার নেই। ১১ নম্বরে রয়েছেন আন্দ্রে রাসেল। ৫ ম্যাচে তাঁর সংগ্রহ ১৩০ রান। ছবি: এএনআই
6/6৪ ম্যাচে ১৬২ রান করে লিয়াম লিভিংস্টোন রয়েছেন ছয়ে। পৃথ্বী শ’ ৪ ম্যাচে ১৬০ রান করে রয়েছেন সাতে। দীপক হুডা ৫ ম্যাচে ১৫৫ করে রয়েছেন আটে। ফ্যাফ ডু’প্লেসি ৪ ম্যাচে ১৩৮ করে রয়েছেন নয়ে। আর কেএল রাহুল ৫ ম্যাচে ১৩২ করে রয়েছেন দশে। এই তালিকায় প্রথম দশে নাইটদের কোনও প্লেয়ার নেই। ১১ নম্বরে রয়েছেন আন্দ্রে রাসেল। ৫ ম্যাচে তাঁর সংগ্রহ ১৩০ রান। ছবি: এএনআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.